বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৩০:১৩

আবার বিয়ে করতে চান সাবেক স্বামী : যা বললেন সালমা

আবার বিয়ে করতে চান সাবেক স্বামী : যা বললেন সালমা

বিনোদন ডেস্ক : ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা সালমা ক্যারিয়ারের মাঝেই বিয়ে করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে। ২০১১ সালে সালমা ও শিবলী সাদিকের পারিবারিকাভাবেই বিয়ে সম্পন্ন হয়। সালমা ও শিবলির সংসারজুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। রাজধানীর ধানমণ্ডি এলাকায় সালমা ও শিবলী বসবাস করে আসছিলেন। কিন্তু ২০১৬তে সালমার সাথে শিবলীর পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে সালমাই শিবলীকে ডিভোর্সের উদ্যোগ নেন।

সব ভুলে সালমা একামাত্র মেয়ে স্নেহাকে নিয়ে নিয়মিত গান করছেন, চলছে মিউজিক ভিডিওর শুটিংও। আর স্টেজ শোর ব্যস্ততা তো আছেই।

তবে সম্প্রতি গুঞ্জন রটেছে সালমার সাবেক স্বামী আবারও বিয়ে করতে চান গায়িকাকে। সব ভুলে সালমাকে দ্বিতীয় দফায় ঘরে তোলার প্রস্তাবও নাকি গায়িকার কাছে পৌঁচ্ছে গেছে। অবশ্য এ বিষয়ে সালমা বলেন, এসব বিষয় নিয়ে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। দয়া করে আমাকে আমার অতীত ভুলে নতুন করে কাজ করতে দিন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে