বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৩৯:২২

প্রায় ৪ হাজার দুস্থ শিক্ষার্থীকে নতুন জুতা দিলেন ঋতাভরী

প্রায় ৪ হাজার দুস্থ শিক্ষার্থীকে নতুন জুতা দিলেন ঋতাভরী

বিনোদন ডেস্ক: গত বছর পূজার সময় ৩,৭০০ দুস্থ ছেলেমেয়েদের নতুন জজুতা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তাঁর মা শতরূপা সান্যাল। তাঁদের সেই কাজ অনেকটাই এগিয়েছে। এখন বাচ্চার সংখ্যা ৩,৭০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩,৮০০। এই সামাজিক কাজে অনেকে অর্থ সাহায্য করতেও এগিয়ে এসেছেন। তাই ঋতাভরী ও শতরূপা ফেসবুক লাইভে এসে সকলকে ধন্যবাদ জানান। লাইভে কথা বলেন বন্ধুদের সঙ্গেও।

স্কুলে যাওয়া অনেক দুস্থ বাচ্চার পায়ে জুতা থাকে না। কেউ কেউ আবার ছেঁড়া হাওয়াই চটি পরে আসে। একদিন নিজের চোখে তা দেখার পর ব্যাপারটা দাগ কাটে শতরূপা ও ঋতাভরীর মনে। তাই, বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর জন্য তাদের নতুন জুতা দেওয়ার উদ্যোগ নেন তাঁরা।

৩,৮০০ বাচ্চাকে জুতো দেওয়া মুখের কথা নয়। শুধু ঋতাভরী ও শতরূপার পক্ষে তা সামলানোও মুশকিল ছিল। এই মহৎ কাজে তাঁদের পাশে এসে দাঁড়ায় ক্লাস আইকিউ (Class IQ)। এটি একটি প্ল্যাটফর্ম যেখানে বাচ্চারা এসে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে ও নিজেদের প্রতিভাকে চিনতে শেখে।

ঋতাভরীদের নিজস্ব এনজিও স্কাডের সঙ্গে যৌথভাবে জুতো দেওয়ার কাজটি করে ক্লাস আইকিউ।

ঋতাভরীর এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। তাই, পাশেও পেয়েছেন অনেককে। আগামী মাসের ২ তারিখ রিলিজ করছে বাঙালি পরিচালক প্রসিত রায়ের ছবি 'পরী'। আনুশকা শর্মা ও পরমব্রতর সঙ্গে সেই ছবিতে দেখা যাবে ঋতাভরীকেও।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে