বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৫৭:০৬

তুই আমাকে আগলে রাখ সারা রাত: শুভশ্রী

তুই আমাকে আগলে রাখ সারা রাত: শুভশ্রী

বিনোদন ডেস্ক: 'তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারা দিন...সারা রাত'। সোমবার সকালে নিজের টুইটারে এমন বার্তাই দিয়েছেন ভারতের অভিনেত্রী শুভশ্রী। আর শুভশ্রী এই বার্তা দিয়েছেন সোহম চক্রবর্তীর উদ্দেশ্যে। জীবনের আসন্ন 'হানিমুন'টা শুভশ্রী সোহমের সঙ্গেই সারছেন।

তবে এসব রিয়াল লাইফে নয়। সোমবারই মুক্তি পেয়েছে সোহম ও শুভশ্রীর আসন্ন ছবি 'হানিমুন'-এর গান 'তুই আমাকে আগলে রাখ'। গানের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভশ্রী। আর সোহম-শুভশ্রীর 'হানিমুন'-এর এই গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবে এর ভিউ ১ লাখ ছাড়িয়েছে।

পরিচালক হিসেবে পিবি চাকির প্রথম ছবি এটি। কমেডি ছবিটিতে দেখা যাবে গীতিন (সোহম) তার স্ত্রী জয়তীকে (শুভশ্রী)। গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে হনিমুনে যাবেন গীতিন। সেখানে হোটেলে ঘর পাবেন না তারা। এরপরে সরকারি সার্কিট হাউসের কেয়ারটেকারকে ঘুষ দিয়ে তারা একটা ঘরের ব্যবস্থা করবেন। যেখানে প্রাণেশ নামে তাদের জন্য বুক হবে একটি ঘর। এরপর তাদের সঙ্গে কী কী ঘটবে, তা জানতে হলে তো সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে