বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:১২:৫৮

নেইমার বিশ্বসেরা হবে, রিয়ালের সেরাকেই দরকার : রোনালদো

নেইমার বিশ্বসেরা হবে, রিয়ালের সেরাকেই দরকার : রোনালদো

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় গুঞ্জন, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন নেইমার। সব জায়গায় এটা নিয়েই আলোচনা। লন্ডনে এক অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তী স্ট্রাইকার রোনালদোকেও কথা বলতে হলো এই ইসু্য নিয়ে। তিনি যে এখন রিয়ালের শুভেচ্ছাদূতও।

রোনালদো আগেও একবার বলেছিলেন, তার সঙ্গে নেইমারের ক্যারিয়ারের কিছুটা মিল আছে। রোনালদো একটা সময় বার্সেলোনায় খেলেছেন, এরপর ইন্টার মিলান হয়ে রিয়াল মাদ্রিদে। ফুটবল ক্যারিয়ারে রিয়ালেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কিংবদন্তী এই স্ট্রাইকার।

নেইমারের ক্যারিয়ারটাও যেন এভাবেই ঘুরছে। বার্সেলোনার হয়ে খেলেছেন, এখন আছেন পিএসজিতে। ব্রাজিলিয়ান সুপারস্টারের রিয়ালে যাওয়াকে কেবল সময়ের ব্যাপার মনে করছেন অনেকে।

উত্তরসূরীকে নিয়ে রোনালদোও ভাবছেন এমনটাই। তিনি বলেন, 'নেইমার দুর্দান্ত একজন খেলোয়াড়। কয়েক বছরের মধ্যে সে সম্ভবত বিশ্বসেরা হয়ে যাবে আর রিয়াল মাদ্রিদের তো সেরাকেই দরকার।'

দুইজনের ক্যারিয়ারে মিল আছে। তবে নেইমার পিএসজি ছাড়বেন না, এমনটাই দাবি ক্লাবটির। এই জায়গাতেও দ্বিমত রোনালদোর। নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে সাবেক এই স্ট্রাইকার বলেন, 'ইন্টারে পাঁচ বছর থাকার সময় আমারও অন্য কোনো পরিকল্পনা ছিল না। তবে যখন সম্ভাবনা তৈরি হলো, আমি চলে গেলাম। কারণ মাদ্রিদ এমন একটি দল যেখানে সবাই খেলতে চায়।'

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর পিএসজি। একটি রোনালদোর সাবেক ক্লাব আরেকটি স্বদেশী নেইমারের। এই লড়াইয়ে কাদের সমর্থন দেবেন রোনালদো? এমন প্রশ্নের জবাবে সাবেক এই ফুটবলার বলেন, 'এটা খুব কঠিন ম্যাচ হবে। আমি রিয়াল মাদ্রিদের শুভেচ্ছাদূত। অবশ্যই চাইব তারা যেন জেতে। তবে অন্যদিকে আমি পিএসজিকেও পছন্দ করি। আমার বন্ধু নেইমার সেখানে আছে, সবাই তাকে ভালোবাসে। আমি এখানে বিভক্তি তৈরি করতে চাই না। আশা করছি, ভালো একটি ম্যাচ হবে এবং সেরা দলই জিতবে।'
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে