বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১৯:১৫

শুধু একজন ছাড়া, তারা সবাই ভদ্র পাড়ার বাসিন্দা!

শুধু একজন ছাড়া, তারা সবাই ভদ্র পাড়ার বাসিন্দা!

বিনোদন ডেস্ক : অন্যরকম একটি গ্রাম, যেখানে সবাই সুবোধ প্রকৃতির। শুধু একজন ছাড়া, চঞ্চল চৌধুরী। চুরিই তার পেশা। এ গ্রামেই আছে তার কয়েকজন আত্মীয়-স্বজন।

তারা চুরিতে যুক্ত না হলেও এর প্রভাব পড়ে তাদের ওপর। চোর আর গ্রামের মানুষদের নিয়ে উঠে এসেছে গল্পটি। আর এভাবেই নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভদ্র পাড়া’।

বৃন্দাবন দাসের রচনায় সকাল আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, আরফান আহমেদসহ অনেকে।

পরিচালক সকাল আহমেদ বলেন, ‘মজার ধারাবাহিকটির কাজ এখনও চলছে। বেশ কয়েকদিন ধরেই পূবাইলে এটি নির্মিত হচ্ছে। ধারাবাহিকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।’

অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, অসাধারন গল্পের একটা নাটকে কাজ করছি।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে