শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:০৩:৩৭

রায় ঘোষণার পরই পল্টন অফিসে কান্নায় ভেঙে পড়লেন বেবী নাজনীন

রায় ঘোষণার পরই পল্টন অফিসে কান্নায় ভেঙে পড়লেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন কাঁদছেন। রায় ঘোষণার পর পরই বিএনপির পল্টন অফিসে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার মতো অন্য নেতাকর্মীদের চোখও অশ্রুসিক্ত হয়ে উঠে। নারী নেত্রীরা কেঁদে উঠেন।

বেবী নাজনীন বলেন, মায়ের জেলে যাওয়া মেনে নিতে পারছি না। এদেশের মাটি ও মানুষের সঙ্গে যার আত্মিক সম্পর্ক তাকে জেলে নেয়া সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। মায়ের খাবার-দাবার নিয়ে চিন্তা হয়। আশা করছি, সুস্থভাবেই থাকবেন ইনশাআল্লাহ।

এর আগে বুধবার রাতেও খালেদা জিয়া গুলশান কার্যালয় ত্যাগের সময় গাড়ির পিছু পিছু হেঁটে গেট পর্যন্ত এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে গতকাল সারা দিন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কাটান বেবী নাজনীন। ফোনে তার সঙ্গে কথা বলার সময় কণ্ঠ ভারী শোনা যায়।

এর আগে বুধবার সংবাদ সম্মেলন করে রাত ৯টার সময়েই বাসভবন ফিরোজার দিকে রওনা হন খালেদা জিয়া। আর ফেরার সময়ও কার্যালয়ে অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা দৃশ্যই তৈরি হলো। নিচতলার সিঁড়ির কাছ থেকেই সিনিয়র নেতারা তাকে সালাম দিয়ে বিদায় দেন।

ব্যতিক্রম ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীনের ক্ষেত্রে। খালেদা জিয়া কার্যালয় ত্যাগের সময় গাড়ির পিছু-পিছু হেঁটে গেট পর্যন্ত এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। কার্যালয় ত্যাগের পর রাত ৯টা ৫ মিনিটে বাসভবনে প্রবেশ করেন খালেদা জিয়া।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে