শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:১৭:৫৯

এবার বাপ্পীর সঙ্গে অপু বিশ্বাস

 এবার বাপ্পীর সঙ্গে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ১৭ বছর পর গেল বছরের নভেম্বরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়াল নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সিনেমাটির প্রযোজনা করবে বলে সে সময় চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল।

তবে অধরা ছিল এই সিক্যুয়ালে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করছেন কারা? তবে ৮ ফেব্রুয়ারি রাতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র নিশ্চিত করেছেন এবার বাপ্পীর সঙ্গে অপু বিশ্বাস, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

বাপ্পী-অপু দুজনেই নিশ্চিত জানিয়েছেন, তারা শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২ ছবিতে অভিনয় করবেন। আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। তবে শুটিং কবে শুরু হবে এ নিয়েই কেউই মুখ খোলেননি। জানান, সময় হলেই সবকিছু জানানো হবে।

এর আগে কাঙাল নামের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল বাপ্পী ও অপুর। বদিউল আলম খোকন পরিচালিত ওই ছবিতে আরও ছিলেন ডি এ তায়েব। গেল অক্টোবর মাসে এই ঘোষণা আসলেও পরে ছবি থেকে সরে যান বাপ্পী ও অপু দুজনেই।

২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি মুক্তি পেয়েছিল। পরের বছরই কলকাতায় ছবিটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ছবিটি সেখানেও ব্যবসা সফল হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে