শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:৫৯:২৬

এই বাঙালি কন্যার রূপে নাকি মাতাল মুম্বাইবাসী!

এই বাঙালি কন্যার রূপে নাকি মাতাল মুম্বাইবাসী!

বিনোদন ডেস্ক: টেলি দুনিয়ার সুন্দরীদের তালিকায় ইদানিং তার নাম প্রায়ই শীর্ষে থাকে। তার রূপ ইতিমধ্যেই মন কেড়েছে তার অগনিত ভক্তদের৷ তার চেয়ে বড় কথা হল, এই বাঙালি কন্যার রূপে নাকি মাতাল মুম্বাইবাসী! তবে রূপের পাশাপাশি তার অভিনয়ও নজর কেড়েছে মুম্বাই দর্শকদের। নাগিন সিরিয়ালে তার চরিত্রটি কাল্ট চরিত্র হয়ে গেছে। কিন্তু নাগিন সিরিয়ালটি শেষ হয়ে গেলেও তার জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি।  

ফ্যানদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যেই তার হট ফটোশ্যুট রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। আর এবারেও তার অন্যথা হয়নি? বুঝতে পেরেছেন নিশ্চয় কাকে নিয়ে কথা হচ্ছে।  

ইনি হলেন মৌনি রায়। বাঙালি হলেও হিন্দি সিনেমা এবং সিরিয়ালেই লাস্যময়ীকে বেশি দেখা যায়।  ইদানিং এই লাস্যময়ীর হট ফটোশ্যুট ইনস্টা এবং ট্যুইটারে হয়ে পড়েছে ভাইরাল। খোলা চুলে লং সাদা লেহেঙ্গা, সঙ্গে সাদা স্লিভলেজ ব্লাউজে রীতিমতো নজরকাড়া মৌনী। পাশাপাশি লাল রঙের লং গাউনেও তিনি অনবদ্য। পোস্টে তিনি লিখেছেন,‌ 'Random art, at times'. ছবিগুলি তুলেছেন বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার শাসা জয়রাম।  

বছর ৩২-এর অভিনেত্রী ছোটপর্দা থেকে বেরিয়ে অবশেষে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন।তাও আবার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।   অক্ষয় কুমারের আগামী ছবি গোল্ডে তাকে খিলাড়ির বিপরীতে দেখা যাবে।    
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে