শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫২:৫৯

কেন অশ্লীল সিনেমা করেছেন? সেই বিষয় নিয়ে আজ কথা বলবেন নায়িকা মুনমুন

কেন অশ্লীল সিনেমা করেছেন? সেই বিষয় নিয়ে আজ কথা বলবেন নায়িকা মুনমুন

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মুনমুন। এ পর্যন্ত ৯০টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরমধ্যে ৮৫টি সিনেমা মুক্তি পেয়েছে তার। উল্লেখযোগ্য এসব সিনেমার মধ্যে রয়েছে, ‘আজকের সন্ত্রাস, ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী কেন ডাকাত’সহ অসংখ্য সুপারহিট সিনেমা। বর্তমান সময়ের শীর্ষ নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’।

আজ ‘রেডিও ৭১ এফএম ৯৮.৪’-এ রাত ১০টায় ‘সাবধান বাংলাদেশ’ অনুষ্ঠানে এসে বাংলা চলচ্চিত্রের অশ্লীল সিনেমাসহ নানা প্রসঙ্গে সরাসরি কথা বলবেন এই অভিনেত্রী। এমনটিই মানবজমিনকে জানিয়েছেন এ অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি।

তিনি জানান, সমাজ সচেতনতা ও ক্রাইম শো ‘সাবধান বাংলাদেশ’ আজ থেকেই প্রচার শুরু হচ্ছে। অনুষ্ঠানটির প্রথম পর্বেই অশ্লীল সিনেমা যুগের বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি মুখ খুলবেন চিত্রনায়িকা মুনমুন। এ অনুষ্ঠানে তিনি চলচ্চিত্রের প্রধান ফুটেজের সঙ্গে কাটপিস যুক্ত করে সিনেমা চালানো এবং এর জন্য কারা দায়ীসহ নানা বিষয় নিয়ে কথা বলবেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে