বিনোদন ডেস্ক : সুন্দর এই পৃথিবীতে সম্পর্কের জটিলতা কী, তা বোঝার বয়স এখনো হয়নি আব্রাম খান জয়ের। বাবা-মা শব্দযুগলের মধ্যে যে কত আবেগ, তা বুঝে উঠার আগেই তিক্ত সম্পর্কের টানাপোড়েনে পড়তে হয়েছে তাকে।
মায়ের সঙ্গে মন-কষাকষিতে বাবা শাকিবের আদর, ভালোবাসা সেভাবে পাওয়া হয়ে ওঠেনি আব্রামের। মায়ের কাছেই বেড়ে ওঠছে সে। শিখেছে হাঁটতে, নিজের পছন্দের বস্তু চিনতে। ছোট্ট সেই আব্রামকে নিয়েই নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছেন তার মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আব্রামের আচরণ, তাকে নিয়ে স্বপ্ন, শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, আব্রামের বয়স এখন ১৭ মাস। এখন সে একটু-আধটু হাঁটতে শিখে গেছে। তাই আগের মতো কোথাও শুয়ে কিংবা বসে সময় কাটাতে ভালো লাগে না তার। হাঁটাহাঁটি কিংবা দৌড়াতেই পছন্দ করে সে। জীবনযাপন আর চাওয়া-পাওয়াতেও কিছুটা পরিবর্তন এসেছে।
অপু জানান, পছন্দ কিংবা অপছন্দের খেলাও ঠিক করে ফেলেছে আব্রাম। ভিন্নমত হলে মনক্ষুণ্ন হয়। আর সমবয়সী কেউ হলে তো ধরে মারও দেয়। আর ইদানীংকালে বিষয়টা বেশি ঘটছে। এ কারণে আব্রামকে নিয়ে কিছুটা চিন্তিত তিনি।
আব্রামের পছন্দ-অপছন্দ বা আচরণের বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘একজন মা হিসেবে মনে হয়, আমি স্বর্গে বাস করতেছি। আমার চেয়ে সুখী আর কেউ নেই। আমি ব্যক্তিজীবনে জয়কে নিয়ে এখন অনেক সুখী। ওই যে পথে হাঁটতে চায়, সেটিকেই আমি প্রাধান্য দিব। আমি চাই আব্রাম দেশের আদর্শ একজন নাগরিক হিসেবে বেড়ে উঠুক।
এপর্যন্ত ঠিক ছিল কিন্তু ছেলেকে নিয়ে সবচেয়ে বড় মন্তব্যটি করলেন অপু। বাবার আদর বঞ্চিত হওয়া আব্রামের তিনিই তার মা ও বাবা। তিনি বলেন, ‘এখন আমিই তো আব্রামের মা, আমিই ওর বাবা। ভবিষ্যতে আব্রাম আমার পরিচয়ে নয়, আমিই ওর পরিচয়ে বাঁচতে চাই। এখন শুধু সে সময়গুলোর অপেক্ষা করছি। ’
সম্পর্কের টানাপোড়েনে বাবা শাকিব খানের সঙ্গ পাচ্ছে না আব্রাম। প্রায় তিন মাস ধরে বাবার মুখ দেখেনি সে। এতে তার আচরণে কোনো পরিবর্তন ঘটেছে কি না জানতে চাইলে অপু বলেন, ‘আব্রাম অনেক লাকি যে ও আমার মতো একজন মা পেয়েছে। ওর তো পৃথিবীতেই আসার কথা নয়। আমার কারণেই তো পৃথিবীতে এসেছে। আলো বাতাসের সঙ্গে ওর পরিচয় ঘটেছে। ’
অপুর বিস্ফোরক মন্তব্য, ‘যখন আব্রাম কনসিভড হয়েছে, তখনই শাকিব (শাকিব খান) আমাকে বলেছে, আব্রাম যদি পৃথিবীতে আসে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু আমি শাকিবের সে কথা শুনিনি, যার কারণে আজ তা-ই ঘটতে যাচ্ছে, প্রক্রিয়াধীনও।’
তিনি বলেন, ‘আমি বাস্তবতা মেনে পথ চলি। আমি চেয়েছিলাম শুধু আব্রামের জন্য সব ঠিক থাকুক। তবে সেটি তো আর একপক্ষের ওপর নির্ভর করে না। অপর পক্ষ থেকেও সমান সহযোগিতা দরকার। যা হবে ভালোর জন্যই হবে।’
অপু মনে করেন, আব্রাম খান জয় পৃথিবীতে এসেছে, এটাই বড় বিষয়। তাকে ভালোবাসা দিচ্ছে সারা দেশের মানুষ। একজন মানুষের ভালোবাসা না হলেও নেই ক্ষতি। শুধু একজনের ভালোবাসা কেন লাগবে? আর বাবা শাকিবের ভালোবাসা পেতে হলে জয়কে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। তাই আমি ওই ভালোবাসাকে কোনো কাউন্টই করি না।
এমটিনিউজ/এসএস