শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৫১:১৫

তিস্তার পাড়ে রাইমাকে নিয়ে ব্যস্ত জাহিদ খান

তিস্তার পাড়ে রাইমাকে নিয়ে ব্যস্ত জাহিদ খান

বিনোদন ডেস্ক: তিস্তা নদীর চর জুড়ে তৈরি হয়েছে খড়ের ছোট ছোট বাড়ি। পাশে নদীর ধার দিয়ে চলছে মিছিল। লাগোয়া এলাকায় স্লোগানের আওয়াজ ছড়িয়ে পড়তেই কৌতূহলী হয়ে ওঠেন বাসিন্দারা। মিছিলের পুরোভাগে থাকা ‘সিতারা’র কথা চাউর হতেই কিছুক্ষণের মধ্যে ভিড় জমে যায় দর্শনার্থীদের। তিস্তার পাড়ে রাইমাকে নিয়ে ব্যস্ত জাহিদ খান।

এ একটি সিনেমার দৃশ্য। যেখানে সিতারা চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। আর তার সঙ্গে দেখা যাবে বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। এ খবর অনেক পুরনো, ওপারের ছবিতে কাজ করতে যাচ্ছেন জাহিদ হাসান। তারি চরিত্রের নাম দিলু। তবে নতুন খবরটি হলো এরইমধ্যে শুরু হয়েছে সেই ছবির শুটিং। আর তাতে অংশ নিতে বর্তমানে পশ্চিমবঙ্গের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় রয়েছেন জাহিদ হাসান।

সম্প্রতি রাইমা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় চলছে শুটিংয়ের ব্যস্ততা। জাহিদ হাসানের সঙ্গে একটি দৃশ্যের জন্য ক্যামেরার সামনে যান রাইমা। কিছুক্ষণ পরই হেসে উঠেন। হাসতে হাসতে চলে যান একটা ঘরের ভেতরে।

পাশাপাশি বাংলাদেশ থেকে এই ছবিতে আরও অভিনয় করবেন শাহেদ আলী সুজন ও ফজলুর রহমান বাবু। রাইমা সেনের স্বামীর চরিত্রে দেখা যাবে বাবুকে। ছবিতে তিনি চোরাচালান গ্রুপের সদস্যের চরিত্রে অভিনয় করবেন। যে কি না সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে যুক্ত থাকবে।

গেল ৪ ফেব্রুয়ারি থেকেই মেখলিগঞ্জে ঘাঁটি করে ওই ছবির শুটিং করছেন পরিচালক আশিস রায়। ছবিটিতে একটি দৃশ্যে অভিনয় করবেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ।

খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’-র প্রেক্ষাপটকে নির্মিত হচ্ছে ‘সিতারা’ ছবিটি। সীমান্তের নানা ঘটনা পর্দায় ফুটিয়ে তোলা হবে। দেখানো হবে সেখানকার এক নারীর লড়াইয়ের কাহিনীও।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে