রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:০৫:১৮

বিরাটকে ‘অপমান’ কপিল শর্মার, সোশ্যাল মিডিয়া তোলপাড়

বিরাটকে ‘অপমান’ কপিল শর্মার, সোশ্যাল মিডিয়া তোলপাড়

বিনোদন ডেস্ক :  বিরাট কোহলিকে ‘ব্যঙ্গ’, নাকি সরাসরি অপমান! নাকি স্রেফ নির্ভেজাল মজা! কপিল শর্মার কাণ্ড দেখে রাগে ফুঁসছে গোটা দেশ। বিরাটকে ‘অপমান’ কপিল শর্মার, সোশ্যাল মিডিয়া তোলপাড় স্ট্যান্ড আপ কমেডির বেতাজ বাদশা কপিল শর্মার কীর্তিতে।

কী হয়েছে? বেসরকারি এক সম্প্রচারকারী চ্যানেলে কপিল শর্মার নতুন শো খুব শীঘ্রই আসছে। সেই শো-য়ের প্রোমোই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন কপিল। পাশাপাশি ‘কমেডি কিং’ নিজের সোশ্যাল মিডিয়ায় আরও একটি কুকুরের ছবি পোস্ট করেছিলেন।

নিচে ক্যাপশনে কপিল লিখেছিলেন, ‘‘আমার নতুন বন্ধু চিকুর সঙ্গে সাক্ষাৎ করুন।’’ সমস্যার সূত্রপাত এখানেই। ঘটনাচক্রে, বিরাট কোহলির ডাকনামও চিকু। জ্ঞাতসারে অথবা অজ্ঞাতেই হয়তো বিরাট কোহলিকে অপমান করে ফেলেছেন তিনি। এতেই উত্তাল গোটা দেশ।

তারপরেই শুরু হয়ে যায় ট্রোলিং। সলমন খান নামের এক টুইটারেত্তি কপিলকে লেখেন, ‘‘আমার মতে বিরাট কোহলির ডাকনাম চিকু।’’ নৈনেশ পারেখ নামে অন্য এক টুইটারেত্তিও কপিলকে মনে করিয়ে দেন, ‘‘বিরাট পাজি-র এটাই কিন্তু ডাকনাম।’’ পীযূষ দ্বিবেদী মজা করে লেখেন, ‘‘আপনারটাও কী গালি দেয়, অনুষ্কার মতো?’’

বর্তমানে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে টেস্টে বাজিমাত করার পরে ওয়ান ডে-তেও তুখোড় মেজাজে কোহলি। চারটে ওয়ান ডে-র মধ্যে দু’টোতেই শতরান, একটি অর্ধশতরান এবং অন্যটিতে অপরাজিত ছিলেন।

বিশ্বের প্রাক্তন কিংবদন্তিরাও মেনে নিয়েছেন বিরাটের শ্রেষ্ঠত্ব। এমন অবস্থায় বিরাটকে কী জেনেবুঝেই ‘অপমান’ করলেন কপিল? প্রশ্ন এখানেই। সংশ্লিষ্ট ঘটনা মনে পড়িয়ে দিয়েছে শাহরুখ-আমিরের রেষারেষিকে। আমির একবার নিজের ব্লগে লিখেছিলেন, ‘‘আমাদের বাড়ির কেয়ারটেকারদের কুকুরের নাম শাহরুখ। যখন আমি বাড়ি কিনেছিলাম, ও-ও কেয়ারটেকারদের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল।’’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে