রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৩৭:৪৮

জাহিদ হাসানকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন কলকাতার সুন্দরী রাইমা

জাহিদ হাসানকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন কলকাতার সুন্দরী রাইমা

বিনোদন ডেস্ক: জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। বাংলাদেশের খ্যাতিমান দুই অভিনেতা। একই সঙ্গে তারা অভিনয় করছেন কলকাতার ‘সিতারা’ ছবিতে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তকে ঘিরে এই ছবির গল্প। এই গল্প সাজানো হয়েছে বাংলাদেশের পোশাক ব্যবসার উপর। বাংলাদেশে তৈরি পোশাক পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে শিয়ালদহ হয়ে কীভাবে ভারতের বিভিন্ন জায়গায় পৌছায় সেটিই দেখানো হয়েছে ছবির কাহিনিতে।

এই ‘সিতারা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। বেআইনীভাবে পোশাক কেনা-বেচা চক্রের সদস্য সে। তার মতো আরও মহিলারা রয়েছে এই পোশাক পাচারের ব্যবসায়। মহাজনরা তো তাদের ভোগ করেই, ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ব্যবসায়ীদেরও শয্যাসঙ্গিণী হতে হয় এসব মহিলাদের। তাদেরই মধ্যমণি সিতারা (রাইমা সেন)। খুবই সুন্দরী সে। কাজেই, তাকে নিয়ে মহাজনদের মধ্যে চলে টানাটানি।

ছবিতে সিতারার স্বামী জীবন চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবু। কাজের জন্য স্ত্রীকে এখানে-সেখানে যেতে হয় বলে তার দেখাশোনার জন্য বিলু নামের একটি ছেলেকে সিতারার সঙ্গে পাঠান জীবন। এই বিলুই হচ্ছেন জাহিদ হাসান। ছবিতে তিনি সিতারার পরকীয়া প্রেমিক।

গত ৫ ফেব্রুয়ারি থেকে ‘সিতারা’ছবির শুটিং হয়েছে ভারতের কোচবিহারে। তিস্তা নদীর পাড়ে এবং চর এলাকায়। পাঁচ দিনের শুটিংয়ে বাংলাদেশের দুই অভিনেতাকে চিনেছেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। চিনেছেন বাংলাদেশকেও। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই কথাই শেয়ার করেছেন নায়িকা। বিশেষ করে, জাহিদ হাসানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

রাইমা বলেন, ‘পাঁচ দিন হলো শুটিং করছি। এই ছবিতে কাজ করার ক্ষেত্রে জাহিদ হাসান ভাই আমাকে খুব সহযোগিতা করছেন। এর আগে তার সঙ্গে কাজ করা হয়নি বা তার কোনো কাজও দেখিনি। তবে মাত্র কদিনেই বুঝতে পেরেছি, তিনি খুব বড় মাপের একজন অভিনেতা। জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে।’

১৯৯৯ সালে ‘গডমাদার’ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে রাইমার। ভারতের বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। গেল জানুয়ারিতে মুক্তি পায় তার অভিনীত হিন্দি ছবি ‘ভদকা ডায়েরিজ’। আর চলতি মাসে মুক্তি পেয়েছে ‘আই ডোন্ট ডু ইট’। মার্চে মুক্তি পাবে আরেকটি হিন্দি ছবি ‘থ্রি দেব’। তার কদিন পরেই মুক্তি পাবে ‘বানারসি’। এ ছাড়াও বর্তমানে কলকাতায় আরও তিন-চারটা বাংলা ছবির কাজ করছেন মহা ব্যস্ত এই নায়িকা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে