রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৫৩:৪৫

'সানি লিওন দেশ ও সমাজের তরুণদের নষ্ট করছে'

'সানি লিওন দেশ ও সমাজের তরুণদের নষ্ট করছে'

বিনোদন ডেস্ক: বলিউডে সানি লিওনের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। নীল ছবির প্রাক্তন নায়িকা এখন বলিউড চমকাচ্ছেন। কিন্তু অতীতের ছায়া এখনো তার পিছু ছাড়েনি।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনোখ মোজেস নামে এক সমাজসেবী সানি লিওনের বিরুদ্ধে নাজারেথপেঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, সানি নীল ছবির প্রচারের কাজে যুক্ত থেকেছেন, যা আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধ। পাশাপাশি, তিনি দেশের সংস্কৃতিকে নষ্ট করছেন। সমাজের তরুণদের নষ্ট করে চলেছেন সানি।

গত বছরের শেষের দিকেও ঠিক একই বিদ্বেষের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। বেঙ্গালুরুতে নতুন বছরের একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সানির। কিন্তু উগ্র কন্নড়পন্থী সংগঠনের কিছু সমর্থক তার বিরোধিতা করেন এবং শো বাতিল হয়ে যায়। তবে এ বিষয়ে সানির প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি নিজের প্রথম তামিল ছবি ‘বীরামাদেবী’-এর শ্যুটিং-এ ব্যস্ত।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে