রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৫৫:২৮

ডিপজল ফিরছেন ‘পাথরের মন’ নিয়ে

 ডিপজল ফিরছেন ‘পাথরের মন’ নিয়ে

বিনোদন ডেস্ক: মনোয়ার হোসেন ডিপজল। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি।

বিশ্রাম শেষ করে আবারও চলচ্চিত্রে ফিরছেন। ছবির নাম ‘পাথরের মন’। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন ডিপজল।

পরিচালনা করবেন গুণী নির্মাতা ছটকু আহমেদ। এই ছবির কাহিনি ডিপজলের। এতে চিত্রনায়ক সাইমন-পপির জুটি বেঁধে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য শিল্পীদের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

ডিপজল অভিনীত সবশেষ ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। তার বিপরীতে ছিলেন মৌসুমী। এছাড়াও তিনি ‘এক কোটি টাকা’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে ছবিটির ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। ডিপজলের বিপরীতে আছেন আঁচল আঁখি।

মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।

ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল। পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন। তখন থেকেই  সিনেমাপ্রেমীদের মনে জায়গা করেন নেন ডিপজল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে