স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশিরের জনপ্রিয়তা চোখে পড়ার মতোই। তাই বিশ্বখ্যাত বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর কাছে শিশিরের গ্রহণযোগ্যতাও দিন দিন বেড়েই চলেছে। তিনি ইতোমধ্যে মডেল হিসেবে বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
তবে তার মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের অন্যতম নামকরা ব্র্যান্ড কুমারিকা ন্যাচারাল সোপ এর বিজ্ঞাপনটি।বিজ্ঞাপনে সুন্দরী শিশিরের উপস্থিতি দর্শকদের দারুণ মুগ্ধ করেছে।এদিকে আবারও মডেলিং করতে দেখা গেছে শিশিরকে। মুলত তিনি নাবিলা বুটিকসের বিজ্ঞাপন করছেন।
একটু আগে তিনি এ নাবিলা বুটিকসের একটি ড্রেস পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘When you know you’re the princess’। তারপর হ্যাশট্যাগ করে লিখেছেন ‘nabilaboutiques’। এদিকে হঠাৎ প্রিয় ক্রিকেটারের স্ত্রীকে নয়া লুকে দেখতে পেয়ে নানানজন নানান মন্তব্য করতে থাকেন।
এক ভক্ত ছবিতে তার পাশে সাকিবকে দেখতে না পেয়ে আফসোস করে লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে ভাবি। কিন্তু পাশের চেয়ারটা খালি। এই চেয়ারে ভাই বসলে আরও ভালো লাগত। আরেক ভক্ত এ ড্রেসের এত বিশালত্ব দেখে রসিকতা করে লিখেছেন,‘অনেক সুন্দর কিন্তু এটি পরে কিভাবে হাঁটতে পারে একটা মানুষ’। আরেক ভক্ত শিশিরের রূপের প্রশংসা করে লিখেছেন, ‘সত্যি আপনি সবসময় দেখতে প্রিন্সেসের মতো।’
এমটি নিউজ/আ শি/এএস