রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:১১:২৮

নায়িকা টাবুর শাড়ি ইস্ত্রি করেছেন আর এখন তিনি বিখ্যাত পরিচালক!

নায়িকা টাবুর শাড়ি ইস্ত্রি করেছেন আর এখন তিনি বিখ্যাত পরিচালক!

বিনোদন ডেস্ক: এটা প্রায় সবাই জানেন যে বলউডে নিজের নাম তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু এই জগতের খুব অল্প সংখ্যক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক তাদের সেই সময়ের সম্পর্কে খোলাখুলিভাবে বলেছেন।

সম্প্রতি, একটি টেলিভিশন শোতে পরিচালক তাঁর সেই সময়ের সম্পর্কে বলেন। প্রায় ২০বছর ধরে তিনি বলিউডের সিনেমাতে অনেক কাজ করেছেন। এই পরিচালক সফল কমেডি চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচয়ের সাথে তাঁর সিনেমায় অ্যাক্সেনের জন্য বিখ্যাত। ১৯৯৫ সালে চলচ্চিত্র হাকিকাত এর শুটিংয়ের সময় নায়িকা টাবুর শাড়ি ইস্ত্রি করেন।

ক্যারিয়ারের প্রথম দিকে কাজলের চুল এবং মেকআপের দায়িত্বে ছিলেন। ৪৪ বছর বয়সে এই মানুষটি ১০টির বেশি হিট সিনেমা ‘গোলামাল’ সিরিজ, ‘সিংহাম’ সিরিজ, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘দিলওয়ালে’ দিয়েছেন। তিনি টেলিভিশনে ‘কমেডি সার্কাস’ বিচারকও ছিলেন ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি’ তিনটি সিজনে-এ হোস্ট ছিলেন।

তিনি হলেন রোহিত শেট্টি। সম্প্রতি টেলিভিশনে শো ইন্ডিয়া নেক্সট সুপারস্টার সেই সময়ের কথা বলেন। যখন তিনি স্পট বয় হিসাবে কাজ করছিলেন। তাই তিনি সবসময় তাঁর সেটে কাজ করা লোকদের বিশেষ করে স্পট বয়দের সাহায্য করেন।

প্রথম দিকে অজয় দেবগনের বিভিন্ন সিনেমা যেমন ‘ফুল অর কাটে’, ‘সুহাগ’, ‘প্যার তো হোনা হি থা’ এবং আরও অনেক সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এখন তাঁর সিনেমা বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করছে। কাজলকে নিয়ে ‘দিলওয়ালে’, টাবুকে নিয়ে ‘গোলমাল এগেইন’, অজয় দেবগনকে নিয়ে ‘সিংহাম সিরিজ’ সহ বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে