বিনোদন ডেস্ক: আগামী ছবি 'রেস ৩'-এর শুটিংয়ের জন্য ভারত ছেড়ে ব্যাঙ্ককের উদ্দেশে উড়াল দিলেন সালমান খান, ডেইজি শাহ ও ববি দেওল। খুব শিগগিরই জ্যাকুলিন ফার্নান্দেজও তাঁদের সাথে মিলিত হবেন বলে ছবিটির একটি সূত্র নিশ্চিত করেছে।
অভিনেতা ববি দেওল তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি সেলফি পোস্ট করে এ সংবাদ দেন। সেলফিতে এই তিন অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন পরিচালক রমেশ তোরানি।
একটি সূত্র জানাচ্ছে, ব্যাঙ্ককের দারুণ লোকেশনে সালমান ও জ্যাকুলিনের একটি গানের দৃশ্য ধারণ করা হবে। পাতায়া সৈকতে গানটির শুটিং হবে। গানটি 'কিক' ছবির 'হট' নাম্বার 'জুম্মে কি রাত'-এর আদলে শুটিং করা হবে বলে জানাচ্ছে এই সূত্র। গানটির কোরিওগ্রাফি করছেন রেমো।
বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শুটিং হবে। ২০ দিনের শিডিউল। বিষয়টি পরিচালক রমেশ তোরানিও নিশ্চিত করেছেন।-ডিএনএ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস