সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৩:৪৬

যে অদ্ভূত কারণে অক্ষয়ের ‘প্যাডম্যান’ নিষিদ্ধ করলো পাকিস্তান

যে অদ্ভূত কারণে অক্ষয়ের ‘প্যাডম্যান’ নিষিদ্ধ করলো পাকিস্তান

বিনোদন ডেস্ক : পাকিস্তান সরকার অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’ সেই দেশে প্রদর্শন নিষিদ্ধ করলো। এই ছবিটির বিষয় বস্তু হলো মূলত ঋতুকালীন সময়ে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বোঝায় রাখা নিয়ে।

পাকিস্তানের ফেডারেল সেন্সর বোর্ডের কর্তা ইশাক আহমেদ জানিয়েছেন, এই ছবি দেখানোর অনুমতি আমরা পরিবেশকদের দিতে পারি না কারণ এই ছবিটির পাকিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী।

এদিকে ভারতে মুক্তির দুইদিনেই ছবিটির আয় ২৩ কোটি রুপি ছাড়িয়েছে। মুক্তির আগেই ছবিটি আলোচনায় চলে এসেছিল। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনাম কাপুর ও রাধিকা আপ্তে।

আর বালকি পরিচালিত 'প্যাডম্যান' ছবিটির গল্প ভারতের তামিলনাড়ুর অরুনাচালমের মুরুগানানথাম নামের এক ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে। ওই ব্যক্তি ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের পিরিয়ড়ের সময় স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়ে কাজ করেন।

এছাড়া স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড তৈরির যন্ত্রও আবিষ্কার করেছেন তিনি। লাখো নারীর জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরির করার কারণে ২০১৬ সালে ভারতের রাষ্ট্রীয় পদক পদ্মশ্রীও অর্জন করেন তিনি। আর ওই ব্যক্তির চরিত্রে অভিনয় করে অক্ষয় কুমার ইতিমধ্যে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে