মিঠু হালদার: বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত প্রিয়তি। পুরো নাম মাকসুদা আক্তার প্রিয়তি। বিমানের পাইলট হিসেবেও রয়েছে তার খ্যাতি। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ ছেড়ে আয়ারল্যান্ডে বসবাস করছেন। গতকাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের জন্য তিনি দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। সেখানে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশি সকল ছেলে-মেয়েদের প্রতি। দেখে নেওয়া যাক, কি চ্যালেঞ্জ ছুঁড়েছেন এই মিস আয়ারল্যান্ড। ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ওই স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন- ‘আমার আগে বাংলাদেশি কোনো মেয়ে বা ছেলে বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোথাও ‘পোল ড্যান্স আর্টিস্ট’ হয়েছে বা শিখেছে?? আমার চ্যালেঞ্জ থাকলো…’
চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি পোল ড্যান্স আর্টিস্ট হওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করেছেন প্রিয়তি, লিখেছেন এই বিশেষ নাচ শিখতে গিয়ে তার শারীরিক শ্রম, ত্যাগ ও কঠিন অধ্যবসায়ের কথা। টানা দুই বছর কঠোর ট্রেনিং নেওয়ার পর ২০১৬ সালে এ ট্রেনিং শেষ করেন তিনি। কঠিন সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন- ‘দুই বছর ট্রেনিং- এর সময় প্রতিরাত ব্যথায় কেঁদেছি, আমার বাদামী বর্ণের শরীরে ঠোসা পড়ে যেত কালো কালো অথবা গাঢ় লাল, তারপরেও প্রতিদিনের অগ্রগতিতে ছিল আনন্দ। বন্ধুরা বলতো, ‘মাকসুদা নিজেকে এত ব্যথা দিয়ে কেন শিখছ এই নাচ?' আমি বলতাম- যা সবাই শিখতে চায় না, সেটার প্রতিই আমার আগ্রহ বেশি।’
এছাড়া এশিয়া মহাদেশে বসবাসরত অধিকাংশ মানুষই পোল ড্যান্স সম্পর্কে সঠিক ধারণা রাখেন না বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন- 'এশিয়ানদের কাছে এখনো পোল ড্যান্স মানে স্ট্রিপ ক্লাবে ল্যাপ ড্যান্স। এটি যে বডি ফিটনেস, স্ট্রেংথেনিং অ্যান্ড ফ্লেক্সিবিলিটির আরেকটি ফর্ম, ওই পর্যন্ত ধারণা এখনও এগুয়নি অনেকেরই কাছে। গত বছর এইদিনে যখন মুম্বাইতে বলিউড স্টার সোহেল খানের সাথে দেখা হয়, তখন কথায় কথায় জানতে পারেন আমি পোল ড্যান্স জানি এবং আমার বাসায় পোল আছে। তিনি জেনে খুব অবাক হয়েছিলেন যে বাংলাদেশি এক মেয়ে এই পোল ফিটনেস ড্যান্সটি জানে। নিজ থেকে দেখতে চেয়েছিলেন ভিডিও, দেখিয়েছিলাম উনাকে, ইম্প্রেসড হয়েছিলেন। উনার সাথে আমার ইন্টারেস্ট দারুন ভাবে মিলেছিল, উনি ফ্লাইং পছন্দ করেন। কথা দিয়েছিলাম ডাবলিনে গেলে উনাকে ফ্লাই করাবো আমি নিজেই ‘
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বর্তমানে পোল ড্যান্সের ব্যবহার বেড়েছে জানিয়ে তিনি লিখেছেন- 'একটা ব্যাপার লক্ষ্য করলাম গত বছর থেকে ভারতের প্রায় ছবিগুলোর গানে পোল ড্যান্সের ব্যবহার লক্ষণীয়, যা কিনা শুধু বাইরের আর্টিস্ট নয়, মূল ইন্ডিয়ান আর্টিস্টরাই করছেন। না না, আমি কিন্তু আবার বলছি না যে আমার দেখাদেখি উনারা শুরু করেছেন। হা হা হা... প্রশ্নই আসে না, তা বলার। আমার বলার কারণ হলো, কেউই পিছিয়ে নেই, আমরাও নই।'-প্রিয়
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস