সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:০৬:৫৯

হুজুর সাইমনকে পেছনে রেখে জান্নাত নিয়ে আসছেন মাহি

হুজুর সাইমনকে পেছনে রেখে জান্নাত নিয়ে আসছেন মাহি

বিনোদন ডেস্ক: ছবির নাম জান্নাত। আর এতে অভিনয় করছেন পোড়ামন ছবির জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালনা করেছেন ছবিটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।

 প্রথম পোস্টারেই দারুণ চমক দেখালেন জুটি। এতে সবুজ ওড়না মাথায় চোখ ছলছল করছে মাহির আর উস্ক খুস্ক দাড়ি চুলে, মাথায় সাদা টুপিপরা অবস্থায় মাহির পেছনে দাঁড়িয়ে আছেন সাইমন।

ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি দেয়া হবে। সে পরিকল্পনা মাথায় রেখেই প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে প্রচারণা শুরু করা হলো। যদিও কথা ছিল ছবিটি গত বছরের মুক্তি পাবে। কিন্তু শুটিং শেষ না হওয়ায় গত বছর মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই এ বছর ধীরেসুস্থে সময় নিয়ে যথাযথ প্রচারণার মাধ্যমে মুক্তি দিতে চাইছেন বলে জানালেন পরিচালক।

জান্নাত ছবিটির গল্প লিখেছেন সুদীপ্ত সাঈদ। আর চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে