বিনোদন ডেস্ক: যবে থেকে বলিউডের ছবিতে পা রেখেছেন ক্যাটরিনা, তখন থেকেই তাঁর রূপের ছটায় মুগ্ধ সারা দেশ। এখন তাও একটু অভিনয় করতে পারেন, প্রথম প্রথম তো আইটেমও ঠিক ভাবে নাচতে পারতেন না। অনেক পরিশ্রম করে তবেই কিন্তু প্রথম সারির নায়িকাদের তালিকায় এসেছেন তিনি।
কিন্তু এই কয়েক বছরে দর্শক থেকে সমালোচক, সবাই তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন বরাবর। ক্যাটরিনাকে নানা অবতারে, নানা রকম সাজসজ্জায় দেখা গিয়েছে বিভিন্ন সময় কিন্তু সে সব না করলেও তিনি সুন্দরী।
এটা হয়তো সবাই জানেন কিন্তু অনেকে মানতে চান না। সম্প্রতি মেকআপ ছাড়াই হঠাৎ ইন্টারনেটে ক্যাটরিনার দু'টি ছবি যথারীতি ভাইরাল। একটিতে তাঁকে দেখা যাচ্ছে হলুদ ব্ল্যাঙ্কেটে মোড়া, সদ্য ঘুম ভাঙা মুখ। অবশ্যই মেকআপ ছাড়া মুখের ছবি। আর অন্যটিতে তিনি জিমে। সেখানেও মেকআপের ছিঁটেফোঁটা নেই।
সুন্দরী ক্যাটরিনার এই নো মেকআপ গ্ল্যামার দেখে স্বাভাবিক ভাবেই নতুন করে উৎফুল্ল তাঁর ফ্যানেরা। দু’টি ছবিতেই প্রায় পাঁচ লক্ষ লাইক পড়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি