মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৩৯:১৩

প্রধান আকর্ষণ সেই ব্রাজিয়ান নতর্কী, ঘুমহীন দর্শক!

প্রধান আকর্ষণ সেই ব্রাজিয়ান নতর্কী, ঘুমহীন দর্শক!

বিনোদন ডেস্ক: সাম্বা শব্দটি উচ্চারণ করতেই চোখের সামনে ভেসে ওঠে একটি দেশ ব্রাজিল। হ্যাঁ, সেই বাজিলেরই সামবোদ্রোমো শহরে রোববার ও সোমবার অনুষ্ঠিত হয়েছে রিও কার্নিভাল। এর প্রধান আকর্ষণ সেই  ব্রাজিয়ান নতর্কী। প্রচণ্ড গরম এখন ব্রাজিলে। তবুও ঘুমহীন দর্শক! কিন্তু তাতে থেমে থাকেন নি সাম্বা পাগল ব্রাজিলের নতর্কী, সাধারণ মানুষ। ঘর্মক্লান্ত দেহে তারা নানা ঢঙে নাচলেন।

তাদের বাহারি পোশাক। নানা রঙে ভিন্ন এক রূপ ধারণ করে রিও ডি জেনিরোর সামবোদ্রোমো। আর তা উপভোগ করতে সমবেত হন কমপক্ষে ৭২ হাজার মানুষ। এমন আয়োজনকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বা পৃথিবীতে সবচেয়ে বড় কোনো অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরু হয় রোববার রাতে।

এ রাতে রিও ডি জেনিরো ছিল ঘুমহীন। নারী পুরুষ নেমে পড়েন রাস্তায়। তাদের কেউ কেউ সামান্য পোশাকে ঢেকে রেখেছেন লজ্জাস্থান। রগরগে পোশাক কারো শরীরে। কারো শরীরে ‘জি-স্ট্রিংস’। আর সেই পোশাকেই সাম্বার তালে তালে নাচছেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে