রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:০৮:৪৩

'দেশটা অলৌকিকভাবে চলছে...দুঃখজনক!'

'দেশটা অলৌকিকভাবে চলছে...দুঃখজনক!'

বিনোদন ডেস্ক: ইফতেখার শুভর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর ডট কম’ ৫২তম পর্বেই শেষ হচ্ছে। একটি ফেসবুক স্টাটাসের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন শুভ নিজেই।
তবে কি কারণে এই জনপ্রিয় নাটকটির প্রচার বন্ধ হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শুভ। তবে তিনি তার পোস্টে উল্লেখ করেছেন 'অলৌকিক কারণে' বন্ধ হচ্ছে নাটকটি। তার এই পোস্টে কিছুটা ক্ষোভের বিষয় আচ করছেন মিডিয়া সংশ্লিষ্টরা। পাঠকদের জন্য শুভর স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

'ব্যাচেলর ডট কম ৫২ পর্বে শেষ
যদিও গল্প অসামাপ্ত (কোন এক অলৌকিক কারনে)
দেশটা অলৌকিক ভাবে চলছে....দুঃখজনক!
বঙ্গবন্ধু তুমি ফিরে এসো-................................
রেসকোর্স ময়দানে এখনো তোমার অপেক্ষায় ......'

‘ব্যাচেলর ডট কম’-এ ছিলো এক ঝাঁক তারকার মেলা। এতে অভিনয় করেছিলেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, জাহারা মিতু, জেসিয়া ইসলাম, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, মীম, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বড়দা মিঠু, কাজী উজ্জল, তুলনা আল হারুন, ফারজানা রিক্তাসহ অনেকেই।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে