রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৩৫:১৯

করণ জোহরের নতুন ‘স্টুডেন্ট’ এই সুন্দরী অভিনেত্রীকে চেনেন?

করণ জোহরের নতুন ‘স্টুডেন্ট’ এই সুন্দরী অভিনেত্রীকে চেনেন?

বিনোদন ডেস্ক : ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-এর জন্য প্রস্তুতি শেষ পরিচালক করণ জোহরের। ছবির কাজ শুরু করলেও ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই গুঞ্জন ছিল, ছবির সেকেন্ড লিড নায়িকাকে নাকি পছন্দ করতে পারছেন না করণ।

শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর ইনিই নাকি হতে চলেছেন করণের নতুন ‘স্টুডেন্ট’। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ছ’বছর পর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ করতে চলেছেন করণ জোহর।

মুম্বাই মিরর-এর খবর অনুযায়ী প্রায় ৮০০ জনের অডিশনের পর করণ বেছে নিয়েছেন তার আরেক ‘স্টুডেন্ট’কে। নাম তারা সুতারিয়া। তারা বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অভিনয় করেছেন। গান ও ব্যালেতেও পারদর্শী তিনি। ২২ বছরের তারা ইংল্যান্ড থেকে ক্লাসিকাল ব্যালে, মডার্ন ডান্স ও লাতিন আমেরিকার নাচের তালিম নিয়েছেন।

২০১০ সালে ডিজনি চ্যানেলের ভিডিও জকি হিসেবে কেরিয়ার শুরু করেন তারা। এর পর বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে গান গেয়েছেন। ‘তারে জমিন পর’, ‘গুজারিশ’-এর মতো হিন্দি ছবিতেও গান গেয়েছেন তারা।

টেলিভিশনে ‘এন্টারটেনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা’, ‘ওয়ে জসসি’, ‘বিগ বড়া বুম’-এ কাজ করেছেন তারা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র নায়িকা হতে চলেছেন অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যাও। ছবির ফার্স্ট লিড হিসেবে অভিষেক হচ্ছে অনন্যার। করণের ছবির নায়ক হবেন টাইগার শ্রফ।

উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে করণ বেছে নিয়েছিলেন আলিয়া ভাট্ট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রকে। তিন জনই এখন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে