রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২৮:৫২

প্রিয় নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই আনন্দের: মিম

প্রিয় নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই আনন্দের: মিম

অনিন্দ্য মামুন: ঢাকাই ছবির বর্তমানের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘আমি নেতা হব’। পাশাপাশি কলকাতার নায়ক জিতের বিপরীতে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সব মিলেয়ে যেন সুসময় পার করছেন এ নায়িকা। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

প্রশ্ন: দীর্ঘ আট বছর পর শাকিব খানের বিপরীতে আপনার ছবি মুক্তি পেল। দর্শক সাড়া কেমন পাচ্ছেন?

মিম: ছবিটি মুক্তির মাত্র দু’দিন হল। এখনই তো বলা সম্ভব নয় কেমন চলছে। তবে ছবিটি নিয়ে দর্শকদের সাড়া অনেক আগে থেকেই পেয়ে আসছি। ইউটিউবে যখন ছবির গান প্রকাশ করা হয় তখনই দর্শকের ব্যাপক রেসপন্স পেয়েছি। মুক্তির প্রথম দিন প্রেক্ষাগৃহে গিয়েছিলাম আমি। দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখেছি। তাদের হইহুল্লোড় উপভোপ করেছি। যতদূর খবর নিয়েছি এবং দেখেছি, প্রথম দিন প্রতিটি শো-ই হাউসফুল ছিল। সাধারণত এমনটি ঈদের সময় দেখা যায়। অথচ এই ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে প্রেক্ষাগৃহে ঈদের আমেজ দেখলাম।

প্রশ্ন: টলিউড সুপারস্টার জিতের বিপরীতে ‘সুলতান : দ্য সুপিরিয়র’ ছবিতে কবে সাইন করলেন?

মিম: ছবিটি নিয়ে সপ্তাহখানেক আগে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে কথা হয়েছে। সব বিষয়ে আলোচনার পর গত বৃহস্পতিবার চুক্তিতে সই করি। ছবিটি পরিচালনা করবেন কলকাতার রাজা চন্দ্র ও বাংলাদেশের আবদুল আজিজ।

প্রশ্ন: প্রথমবারের মতো জিতের নায়িকা হচ্ছেন কেমন লাগছে?

মিম: জিতের ফ্যান আমি। তার অভিনীত প্রায় ছবিই আমার দেখা। প্রিয় নায়কের বিপরীতে অভিনয় করব এটা আমার জন্য অবশ্যই অন্যরকম আনন্দের। এ ছাড়া তার সঙ্গে অভিনয় আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা দেবে।

প্রশ্ন: ছবিটির শুটিং কবে শুরু হবে?

মিম: এ ছবিতে শুটিংয়ের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতায় যাব। পরের দিন ছবিটিতে আমাকে কোন গেটাপে ভালো দেখাবে এবং আমার চরিত্র কেমন হবে এ বিষয়গুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপের শুটিং শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং চলবে। পরের ধাপের শুটিং বাংলাদেশ ও থাইল্যান্ডে আগামী মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রশ্ন: আপনার তো আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো নিয়ে প্রত্যাশা কেমন?

মিম: মার্চে ‘পাষাণ’ নামে একটি ছবি মুক্তি পাবে। ছবিটির মেকিংও চমৎকার। নির্মাতা দারুণ একটি গল্প বোঝাতে চেয়েছেন এ ছবিতে। এটি নিয়েও আমার প্রত্যাশা অনেক। পাশাপাশি ‘দাগ’ নামের একটি ছবিও মুক্তি পাবে। এ ছবিটিও গল্পনির্ভর। প্রতিটি ছবিতেই আলাদা আলাদা মিমকে দেখবেন দর্শক। গল্প বলার ঢংও আলাদা। আশা করি দর্শকদের ভালো লাগবে।-যুগান্তর
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে