সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৪৭:৩৩

ক্যাট-দীপিকার জন্য বায়োডাটা দিলেন অমিতাভ!

ক্যাট-দীপিকার জন্য বায়োডাটা দিলেন অমিতাভ!

বিনোদন ডেস্ক : ক্যাট-দীপিকার জন্য বায়োডাটা দিলেন অমিতাভ! কাজ চাইছেন তিনি। এমন কাজ যা তাকে ছাড়া আর কাউকে দিয়ে হবে না। তাই বলিউডের একটি বিশেষ সমস্যার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় নিজের বায়োডেটা পোস্ট করেছেন তিনি।

কী সেই সমস্যা যা নিয়ে চিন্তিত বলিউড? তা হলো নায়কদের উচ্চতা। আমির খান, শাহিদ কাপুর, সালমান খান- কেউই উচ্চতায় দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের সমতুল্য নন। তাই পদ্মাবতে শাহিদ যখনই দীপিকার মুখোমুখি এসেছেন তাদের উচ্চতা মানানসই করে তুলতে হিমশিম খেয়েছেন নির্মাতা। কখনও কখনও শাহিদকে রীতিমত বেঁটে লেগেছে। একই সমস্যা আমিরেরও। ঠগস অফ হিন্দুস্তানে ক্যাটরিনার পাশে একেবারেই ছোটখাটো লাগবে তাকে।

এ নিয়ে একটি প্রবন্ধের কাটিং নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন বিগ বি। সাথে নিজের বায়োডেটা, তাতে পরিষ্কার উল্লেখ, তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, তাকে নায়ক হিসেবে নিলে নির্মাতাদের উচ্চতার কথা ভেবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না।

কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ায় এমন করেই তোলপাড় ফেলে দিয়েছিলেন বিগ বি। বলেন, তার ফলোয়ার সংখ্যা কমে গেছে, তাই টুইটার ছাড়ছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে