বিনোদন ডেস্ক : পপ সংগীতশিল্পী সাবা তানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসার বাথরুমে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জনপ্রিয় এ সংগীতশিল্পী মৃত্যুকালে মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।
সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। তার খালাতো ভাই চিত্রনায়ক নাঈম মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাবা তানি দীর্ঘদিন যাবত নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন।
গতকাল রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোনে পাচ্ছিলেন না। আজ সকালে আত্মীয়-স্বজনরা বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।
সাবার মৃত্যুর বিষয়টি নিয়ে ফেসবুকে নাট্যকার চয়নিকা চৌধুরী বলেন, কিছুতেই মানতে পারছিনা সাবা তানি আমাদের মাঝে নেই! চলে গিয়েছেন না ফেরার দেশে! কি হচ্ছে এইসব চারিদিকে? সব প্রিয় মানুষ গুলো কেন চলে যাচ্ছে? এত তাড়াতাড়ি? সাবা তানি, সত্যিই খুব কষ্ট হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন সাবা তানি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’। মাঝে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে তিনি কাজ করেছেন। আর ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছিলেন এই শিল্পী।
এমটিনিউজ/এসএস