সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৫২:৫২

ভ্রু কেটে ফেললেন আমিরের নায়িকা ফাতিমা!

ভ্রু কেটে ফেললেন আমিরের নায়িকা ফাতিমা!

একী কেন? ইনস্টাগ্রামে দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখের নতুন ছবি দেখে এরকমই আঁতকে উঠছেন বলিউডের লোকজন। সবার একই প্রশ্ন, এত সুন্দর মুখশ্রী ফতিমার, হঠাৎ এমন কী হলো যার জন্য ভ্রু-র কিছুটা অংশ কেটেই ফেললেন তিনি!

আমির ও ক্যাটরিনাকে পাশে রেখে একটি ছবি আপলোড করেছেন ফতিমা। আর সেই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, বা চোখের ওপরে থাকা ভ্রু-র কিছুটা অংশ কেটে ফেলেছেন ফতিমা। তবে পোস্ট থেকে বোঝা দায়, কেন হঠাৎ এরকমটি করলেন নায়িকা। তবে অনেকের ধারণা, নতুন ছবি 'ঠগ অফ হিন্দুস্থান'-এর জন্যই এরকম লুক নিতে বাধ্য হয়েছেন তিনি।

আপাতত, ঠগ অফ হিন্দুস্থানের শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন আমির, ক্যাটরিনা ও ফতিমা। কিছুদিন আগে ইন্টারনেটে ফাঁসও হয়েছে আমির ও ফতিমার এক নাচের দৃশ্যও!
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে