বিনোদন ডেস্ক : আগে 'ডন' বললেই মাথায় আসত অমিতাভ বচ্চনের নাম। কিন্তু ২০০৬ সালে 'ডন' ছবিতে শাহরুখের অভিনয় ছাড়িয়ে যায় অমিতাভ বচ্চনকেও। এরপর ২০১১ সালে মৌলিক গল্পে নির্মিত হয় 'ডন-২'। এই ছবিতে অভিনয়ের কারণে 'ডন' হিসেবে ভক্তদের মনে পাকাপাকিভবে জায়গা করে নেন বলিউড বাদশা শাহরুখ। 'ডন' সিরিজের প্রথম পর্বের পাঁচ বছর পর দ্বিতীয় কিস্তি মুক্তি দেওয়া হলেও তৃতীয় পর্বের কোনো দেখাই ছিল না।
অবশেষে সুখবর এলো ভক্তদের জন্য। টাইমস অব ইন্ডিয়ার দেওয়া এক খবরে প্রকাশ করা হয়েছে 'জিরো' ছবির পর 'ডন-৩' ছবির কাজে হাত দেবেন শাহরুখ। 'ডন' সিরিজের আগের দুটো ছবি পরিচালনা করেছেন ফারহান আক্তার। 'ডন-৩'ও তারই পরিচালনা করার কথা রয়েছে। শাহরুখের 'জিরো' ছবির শুটিংয়ের মধ্যেই 'ডন-৩' ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি।
এদিকে বর্তমানে 'জিরো' ছবির কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে বামন চরিত্রে দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। আসছে ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস