মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫০:৪০

প্রিয়া প্রকাশকে ব্যঙ্গ করে যা করলেন হিরো আলম!

প্রিয়া প্রকাশকে ব্যঙ্গ করে যা করলেন হিরো আলম!

বিনোদন ডেস্ক: প্রিয়া প্রকাশ। আপাতত সারা দেশের মানুষের মুখে মুখে ঘুরছে এই অষ্টাদশীর নাম। মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যে প্রেমিকের উদ্দেশে ভ্রু নাচিয়ে ও চোখ টিপে প্রিয়া মন জিতে নিয়েছেন সবার।

পরে আরও একটি ভিডিওতে তাঁকে দেখা যায় অদৃশ্য বন্দুকের গুলিতে প্রেমিকের হৃদয় এফোঁড় ওফোঁড় করে দিতে। এবার দেখা গেল ‘ওরু আদার লাভ’ খ্যাত সেই বিখ্যাত দৃশ্যের আরও এক বঙ্গীকরণ। একজন এবার বাংলার। অন্যজন ওপার বাংলার।

কলকাতার স্যান্ডি সাহা ও বাংলাদেশের হিরো আলম— এই দু’টো নামের সঙ্গে নেটিজেনদের পরিচয় করাতে হবে না নতুন করে। দু’জনেই রীতিমতো বিখ্যাত।

প্রিয়া অভিনীত দৃশ্যের এক মজাদার রিমেক বানিয়েছেন হিরো আলম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে