বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৩৯:১৮

থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে: কাকে এমন হুমকি দিলেন জেরিন খান?

থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে: কাকে এমন হুমকি দিলেন জেরিন খান?

বিনোদন ডেস্ক: এবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি এক টেলিভিশন শোয়ে হাজির হয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটে এ ঘটনা। থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে: কাকে এমন হুমকি দিলেন জেরিন খান?

অনুষ্ঠানটির প্রথানুযায়ী, এতে উপস্থিত ছিলেন এক ট্রোল। সেখানে তার ওপর ক্ষেপে যেতে দেখা যায় জেরিন খানকে। আর ওই ট্রোলকে হালের ক্রেজ সরাসরি হুমকি দিলেন, আমার হাত তোর মুখের থেকে বড়। আমি টেনে এক থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে।

থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে: কাকে হুমকি জেরিনের?

শোনা যাচ্ছে, ট্রোলদের ওপর ভীষণ ত্যক্ত-বিরক্ত জারিন। তাদের জ্বালায় নাকি শান্তিতে ঘুমাতে পারছেন না তিনি।

কেউ বলছেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারার মিল থাকায় বলিউডে সুযোগ পেয়েছেন জারিন। আবার কেউ বিদ্রুপ করে বলছেন, মোটা বয়স্ক মাসিমা, অভিনয়ের অ জানেন না।

এমন কথাবার্তা শুনলে কারই বা মেজাজ ঠিক থাকে। তাই তো সেই ট্রোলের প্রতি ফেটে পড়েছেন হেট স্টোরি-৩ খ্যাত অভিনেত্রী। এ যেন পরোক্ষভাবে সব ট্রোলকেই মারধরের হুমকি দিলেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ারও করেছেন জেরিন। তাতে লিখেছেন- কাপুরুষের মতো ইউজার নেমের পেছনে লুকিয়ে থেকে কেন? কিছু বলার থাকলে সরাসরি আমার মুখের ওপর বল।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে