বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:০৩:১৬

বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অপু

বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অপু

বিনোদন ডেস্ক : আগামীকাল ২২ ফেব্রুয়ারী আইন মোতাবেক বিচ্ছেদ হয়ে যাচ্ছে অপু বিশ্বাস ও শাকিব খানের। বিচ্ছেদের আগে বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অপু।

তিনি বলেন ,‘আদৌ বিয়ের সময় আমার কাবিন আইন অনুযায়ী শাকিব করেছে কিনা আমি জানি না। কাবিনের কাগজে টাকার অঙ্কটা বড় ছিল। সেই কাগজ শাকিবের কাছে আছে। আমার কাছ থেকে কাগজটা ওরা ছিনিয়ে নিয়েছে।

আমি মুসলমান ধর্মের বিয়ের রীতি পুরোপুরি জানতাম না। ফলে শাকিব যেভাবে বলেছে আমি তাই করেছি।তবে আমি দেখেছি, কাবিনের কাগজে এক কোটি সাত লাখ টাকার দেনমোহরের কথা লেখা ছিলো।

কিন্তু এখন শাকিব খান বলছেন, সাত লাখ টাকার নাকি দেনমোহর করা হয়েছে। এক কোটি টাকা কোথায় হাওয়া হয়ে গেল আমি জানি না। যেহেতু আমার কাছে কাগজপত্র নেই ফলে আমি কিছু প্রমাণ করতে পারব না।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে