বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫২:৩৮

প্রথম ঝলকেই বাজিমাত তাহসান-শ্রাবন্তী

প্রথম ঝলকেই বাজিমাত তাহসান-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক :  মোস্তফা কামাল কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ নামে একটি সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সর্বপ্রথম বড় পর্দায় পা রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ছোট পর্দার প্রিয়মুখ তাহসান।

এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এছাড়া এ সিনেমার আরেক চমক হলো ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার আলোচিত ভিলেন তাসকিন রহমান। ইতোমধ্যে পুরোদমে চলছে ছবির শুটিং। প্রথম ঝলকেই বাজিমাত করলেন তাহসান-শ্রাবন্তী।

তাহসান এদিকে তাহসান-শ্রাবন্তির শুটিংয়ের দৃশ্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ছবিটি পরিচালক মোস্তফা কামাল রাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কেমন লাগছে? ফয়সালের সঙ্গে অরিত্রী। আমার ‘যদি একদিন’ ছবির জুটি।’

‘এ ছবিটাতে তাহসান ভাইয়ের নাম ফয়সাল। আর শ্রাবন্তীর নাম অরিত্রী। তাদের কেমিস্ট্রি ধীরে ধীরে সাজাচ্ছি। পুরো সাজানো হয়ে গেলেই সিনেমা হলে আসার আহ্বান জানাবো সবাইকে। এখন পুরোদমে কাজ করছি আমরা।

শ্রাবন্তী বাংলাদেশে ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবেই কাজটা করছেন। তার সঙ্গে আমার ছবির আরেক অভিনেতা তাসকিনের কেমিস্ট্রিও থাকবে বোনাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভির  প্রযোজনায় ‘যদি একদিন’ বানাচ্ছি। সবাই দোয়া করবেন। বাংলাদেশি ছবির জয় হোক।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে