বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:২৮:৪২

দীর্ঘদিনের জমানো কথা এবার ফাঁস করলেন বুবলি

দীর্ঘদিনের জমানো কথা এবার ফাঁস করলেন বুবলি

বিনোদন ডেস্ক :  দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় উত্তম আকাশ পরিচালিত ‘সুপার  হিরো’ সিনেমার শুটি শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী শবনম বুবলি। এবার দীর্ঘদিনের জমানো কথা এবার ফাঁস করলেন বুবলি। আর দেশে ফিরে দুই একদিন রেস্ট নিয়ে আবার আজ থেকে শুরু করলেন ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং।

এতে তার বিপরীত অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান।  অন্যদিকে এ ব্যস্ততার ফাঁকে তিনি এবার ভক্তদের কলকাতায় স্টেশ শো করার কারণ শেয়ার করেন। বেশ কিছুদিন আগে তিনি কলকাতা শাকিবের সাথে দুইটি স্টেজ শো করেন। এ বিষয়ে এতোদিন কোন কিছু না বললেও আজ কলকাতায় স্টেজ শো করার করার কারণ জানাতে গিয়ে বলেন, ‘আমরা কাছে অনেক ভালো লেগেছে।’

বুবলি‘আমাদের অনেক সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  সামনে-পেছনে গাড়ির বহর ছিল, স্টেজ শোতে অনেক দর্শক ছিল। খুব সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান করতে পেরে ভালো লেগেছে।  আমি কিন্তু এখনো কোনো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করিনি।  যে কয়েকটা কাজ করেছি, তা একেবারেই বাংলাদেশের ছবি।  তারপরও আমাকে তাঁরা চেনেন।’

 ‘এসব কথা বলতে বলতে তিনি বাংলাদেশে স্টেশ শো করার পরিবেশ নাই বলে উল্লেখ করে বলেছেন, ‘আসলে ভারতের এমন শোগুলোতে সাধারণত সেখানকার তারকা শিল্পীরা অংশগ্রহণ করেন।  ঋতুপর্ণা দিদি, জিৎ, দেবসহ আরো সিনিয়র শিল্পী সেখানে শো করে থাকেন।’

কিন্তু আমার মনে হয়, এই কালচারটা আমাদের দেশে নেই। বাংলাদেশে যদি এমন শো করতে পারতাম, তা হলে দর্শকের সঙ্গে আমাদের আরেকটু বেশি বোঝাপড়া হতো।  তারা আমাদের কাছে পেতেন, আমরাও দর্শকের সঙ্গে সরাসরি পারফর্ম করতে পারতাম।  অবশ্যই বাংলাদেশে শো করতে চাই। তার আগে শো করার মতো পরিবেশ চাই।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে