বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১১:১৩

দীপিকার এই গোপন প্রতিভার খবর জানেন কি?

দীপিকার এই গোপন প্রতিভার খবর জানেন কি?

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোনকে চেনেন তো? ঠিকই ধরেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আপনি নিশ্চয়ই নায়িকাকে বড়পর্দায় দেখেছেন। দেখেছেন টেলিভিশনেও। তার অভিনয় সত্তার সঙ্গে আপনি পরিচিত। দীপিকার নাচে পারদর্শীতার কথাও হয়তো আপনি জানেন। কিন্তু এ ছাড়াও নায়িকার আরও একটি গোপন প্রতিভা আছে। তার খবর রাখেন?

হয়তো ভাবছেন ব্যাডমিন্টন খেলা। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন এক সময় ভারতের এক নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। দীপিকারও সেই গুণ রয়েছে। অভিনয়ে নিয়ে কেরিয়ার তৈরি করলেও ব্যাডমিন্টনেও তিনি দক্ষ। তবে এ তার লুকনো প্রতিভা নয়।

নিজের লুকনো প্রতিভার কথা প্রকাশ্যে এনেছেন দীপিকা স্বয়ং। ইনস্টাগ্রামে একটি কবিতা শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ক্লাস সেভেনে পড়ার সময় তিনি ওই কবিতাটি লিখেছিলেন। কবিতাটির নাম ‘আই অ্যাম’।

সোশ্যাল মিডিয়ায় দীপিকার স্কুলবেলার কবিতা আপাতত ভাইরাল। সকলেই নায়িকার কবি সত্তার প্রশংসা করেছেন। তবে পরে আরও কবিতা লিখেছেন কিনা সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি নায়িকা। কিন্তু কবিতা যে দীপিকার ভাললাগার জায়গা তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন বলি মহলের একটা বড় অংশ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে