বিনোদন ডেস্ক: সন্তানকে আল কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন অভিনেতা মীর সাব্বির। তিনি ভালোবেসে অভিনেত্রী চুমকিকে বিয়ে করেছিলেন ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।
এখন তাদের সংসারে দুজন সন্তান। একজনের নাম ফারশাদ আরেক জনের নাম সানদিদ। ফারশাদের জন্ম ২০০৬ সালের ১২ নভেম্বর। বর্তমানে ফারশাদের বয়স ১১ বছর পেরিয়ে। ফারশাদ কোরআন পড়া শুরু করেছে।
সম্প্রতি এ তথ্য মীর সাব্বির নিজেই দিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। তিনি লিখেছেন- ‘ফারশাদ আজ কোরআন শরিফ পড়া শুরু করল। আলহামদুলিল্লাহ। সবার দোয়া নিয়ে এগিয়ে যাক আমার ফারশাদ’। মীর সাব্বিরের আরেক সন্তান সানদিদ জন্মগ্রহণ করেছে ২০১৩ সালে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর