শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:০৫:১০

মোদির কাছে প্রতারিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও!

মোদির কাছে প্রতারিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও!

বিনোদন ডেস্ক : অবশেষে পিএনবি জালিয়াতি কাণ্ডে পলাতক নীরব মোদির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড অভিনেত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ইতিমধ্যে গোটা দেশ নীরব মোদির ১১ হাজার কোটি টাকার কথা জেনে গিয়েছে।

এমনকি শুধু ব্যাঙ্ক নয়, প্রতারিত হয়েছেন প্রিয়াঙ্কা নিজেও। ‌‌এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সামনে আসে নীরব মোদির এই জালিয়াতির খবর। তারপরই সামনে আসে প্রিয়াঙ্কার অভিযোগও। বলিউড অভিনেত্রীর ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ ছিল, নীরব মোদির সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা।

ওই সংস্থাটির বিভিন্ন বিজ্ঞাপণে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু সংস্থার তরফ থেকে যে অর্থ প্রিয়াঙ্কাকে দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। আর এজন্য বলিউড অভিনেত্রীর পক্ষ থেকে নোটিসও পাঠানো হয়েছে। আসলে নীরবের সংস্থার জালিয়াতির খবর প্রকাশ্যে আসতেই তাতে নাম জড়িয়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেতা–অভিনেত্রীদের নাম।

দেশ বিদেশে খ্যাত তার গয়নার ব্র্যান্ড। বলিউড থেকে হলিউড তাবড় সেলিব্রিটিরা নিজেদের সাজিয়ে তোলেন নীরব মোদির ডিজাইনার গয়নায়। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া থেকে হলিউডের রোজি হান্টিংটন হুইলে তার গয়নার বিজ্ঞাপন দেন। কিন্তু এবার সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকেই সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা।‌‌
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে