শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩৭:২৩

সাড়ে চার কোটিতে ‘ভাইজান’!

সাড়ে চার কোটিতে ‘ভাইজান’!

বিনোদন ডেস্ক : সাড়ে চার কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘ভাইজান’। এর নাম ভুমিকায় অভিনয় করছেন শাকিব খান। সিনেমায় তিনি দ্বৈত চরিত্রে অভিনেতা অভিনয় করবেন।

এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ৩ মার্চ থেকে। সিনেমায় ভাইজানের বিপরীতে অভিনয় করবেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এর আগে ‘শিকারীতে শাকিব-শ্রাবন্তী জুটি প্রশংসিত হয়েছিল। আর পায়েল এবারই প্রথম শাকিব খানের সঙ্গে কাজ করবেন।

জয়দীপের পরিচালনায় এটি শাকিবের চতুর্থ ছবি। এর আগে ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’-এ একসঙ্গে কাজ করেছেন তারা। পরিচালক বললেন, বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শাকিব বেশ জনপ্রিয়।

২৮ বছর আগের এক ঘটনাকে কেন্দ্র করেই এগোয় ‘ভাইজান’ ছবির গল্প। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এ ছাড়া রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত প্রমুখ। থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা দীপা খন্দকার, মনিরা মিঠুও।

‘ভাইজান’ ছবির মিউজিক করছেন স্যাভি এবং দোলন-মৈনাক। সম্পাদনার দায়িত্বে রয়েছেন রবিরঞ্জন মৈত্র। ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে শাকিবের ‘ভাইজান’। -আনন্দবাজার

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে