বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুনঃতদন্তের প্রতিবেদন দাখিলের তারিখ আগামীকাল রোববার, ২৫ ফেব্রুয়ারি। সেই প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন সালমানের মা নীলা চৌধুরী ও তার স্ত্রী সামিরা।
অমর নায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী আশা করছেন, আগামীকালের প্রতিবেদনে সালমানের মৃত্যুটি পরিকল্পিত হত্যা বলেই প্রমাণিত হবে। বিচার হবে ২১ বছর ধরে চলমান আলোচিত এ মৃত্যু রহস্যের সঙ্গে জড়িতদের।
এদিকে সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা আশা করছেন আগের প্রতিবেদনগুলোর মতোই পিবিআইয়ের রিপোর্টেও সালমানের মৃত্যু আত্মহত্যা বলেই প্রমাণ হবে। স্বামী খুনের মিথ্যে অভিযোগ থেকে রেহাই পাবেন তিনি ও তার পরিবার।
আগামীকালের প্রতিবেদনের অপেক্ষায় নীলা চৌধুরী বলেন, ‘আগামীকাল মামলাটির প্রতিবেদন দেয়ার কথা। আমরা সেই প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। প্রতিবেদন নেয়ার জন্য আমি ও সালমানের ছোট ভাই শাহরান কাল আদালতে হাজির থাকবো। সালমান শাহ’র ভক্তরাও আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি কালকের প্রতিবেদন আমাদের পক্ষে আসবে।’
নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ বলেন, ‘আমরা আগামীকাল প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। আশা করছি ২১ বছরের অপেক্ষার অবসান ঘটবে সালমানের পরিবারের।’
তবে প্রতিবেদনে সালমানের মৃত্যুকে আগের তদন্তগুলোর মতো এবারেও আত্মহত্যা প্রমাণ হবে বলেই আশা করছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা। তিনি বলেন, ‘সালমান ছিল আমার প্রেমিক, স্বামী। তার মৃত্যুর পর সবচেয়ে বেশি যন্ত্রণার মুখে পড়েছিলাম আমি। পরিবারের অমতে আমি সালমানকে বিয়ে করেছিলাম। সুখীও হয়েছিলাম।’
সামিরা বলেন, ‘স্বামী খুন করার মতো কোনো কারণ ছিল না। তবুও আমাকে নিয়ে নানা সময়ে মুখরোচক গল্প ছড়ানো হয়েছে। মানুষকে উস্কে দেয়া হয়েছে আমার বিরুদ্ধে। এখনো সালমানের মা ও তার ভাই মিথ্যাচার দিয়ে সালমান ভক্তদের উস্কানি দিয়ে যাচ্ছেন। প্রতিবেদন আসার আগেই তারা আমাকে খুনি বানিয়ে আমার ফাঁসি দিয়ে দিচ্ছেন। আশা করছি আগামীকাল তদন্তের প্রতিবেদন প্রকাশের পর এসব কিছু থেমে যাবে। আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমিও এ রহস্যের শেষ চাই।’
অপরদিকে সালমান অপমৃত্যু মামলার পুনঃতদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানালেন আগামীকাল প্রতিবেদন দেয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আগামীকাল রোববার, ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিদবেদন দাখিল করা হবে না। মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তদন্ত করতে সময় লাগছে। আমাদের আরও সময়ের প্রয়োজন। আশা করছি আদালত আমাদের আরও সময় দেবেন।’
এমটিনিউজ/এসএস