বিনোদন ডেস্ক : ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ব্যবসাসফল ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। এই ছবিটিতে অভিনয় করতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমির খান। সম্প্রতি ভারতের ‘টিআইই গ্লোবাল সামিট’-এ অংশ নিয়ে এসব কথা জানান সালমান।
নিজের প্রথম ছবির স্মৃতিচারণ করতে গিয়ে আমির খানের প্রসঙ্গ টেনে আনেনে সালমান। তিনি বলেন, ‘আমি কখনো চিন্তাও করিনি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে প্রধান নায়ক হিসেবে অভিনয় করার সুযোগ পাব। কারণ সে সময় সুপারস্টার হওয়ার পথে হাঁটছিলেন আমির খান। আর আমাকে তখন কেউ চিনতই না। পরিচালক আমার উপর আস্থা রেখেছিলেন।’
সালমান বলেন, ‘সেদিন বড় সাহস জুগিয়েছিল আমির খানের অভিনয়। তার কাছ থেকে সাহস সঞ্চয় করেছি। ওই ছবির শুটিং হয়েছিল বান্দ্রায়। আর বান্দ্রা ছিল আমিরের এলাকা। শুটিং করার সময় শুধু তার কথা মনে হতো আর একটা অদৃশ্য শক্তি কাজ করতো মনে। অনেক পরামর্শও পেয়েছি তার কাছ থেকে।‘
সালমান আরও বলেন, ‘আমি কখনো বিষণ্ণতায় ভুগলে বিলাসবহুল ভ্রমনের কথা চিন্তা করি না। সেই সামর্থ্যও আমার নেই। সবসময় কাজে ডুবে থাকার চেষ্টা করি। নিজেকে মানুষের কাছে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি, ভালো পোশাক পরি, খাবার খাই। বরং এগুলোই আমার বিষণ্ণতা কাটায়। আর পর্দায় কাজ করতে হলে আপনাকে অবশ্যই এসব বিষয়ের উপর জোর দিতে হবে।‘
এমটিনিউজ/এসএস