বিনোদন ডেস্ক : ধরুন, একটানা কাজ করছেন। চাকরি হোক বা ব্যবসা। যে কোনও পেশাতেই খারাপ দিন তো আসেই। কী ভাবে ম্যানেজ করেন? ব্রেক নেন? সিনেমা দেখেন? বেড়াতে যান?
আপনার অপশন যাই হোক না কেন, এর কোনওটাই নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাই বলে এ কি করলেন নায়িকা? একটা কাচের গ্লাস মাথায় মেরে ভেঙে ফেললেন সটান। হ্যাঁ, এমন ভাবেই ‘ব্যাড ডে’ সামাল দিলেন প্রিয়াঙ্কা।
ঘটনাটি ঠিক কী? আসলে কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে গ্লাসে রাখা পানীয় খেয়ে সেটি মাথায় মেরে ভেঙে ফেললেন!
স্লো মোশনের এই ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘ঠিক এটাই হয় যখন নাইন টু ওয়াইন কাজ করতে হয়। বাড়িতে এটা একেবারেই করার চেষ্টা করবেন না। একটা খারাপ দিনের পর এই সিদ্ধান্ত নিয়েছি…।’
প্রিয়াঙ্কার এই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। হতে পারে, প্রিয়াঙ্কা এ কাজ বাড়িতে করতে বারণ করেছেন। হতে পারে, তিনি লিখেছেন, শুটিংয়ে ব্যবহৃত প্রপস নিয়ে এ কাজ করেছেন।
তবে, আম জনতা, যারা ভিডিওটি দেখছেন, তারা কি এ কথা আদৌ বুঝবেন? প্রিয়াঙ্কার এ হেন আচরণের ভিডিও সমাজে তো প্রভাব ফেলতেই পারে। তার দায় নায়িকা নেবেন তো?
এমটিনিউজ/এসএস