বিনোদন ডেস্ক : সাইফ-কারিনা পুত্র তৈমুর আলি খান এবং সোহার মেয়ে ইনায়া নওমী প্রায় একই বয়সী। কিছুদিন আগেই ১ বছরে পা দিয়েছে তৈমুর। তবে ইনায়ার বয়স কিন্তু এখনও ১ বছরও পার হয়নি। তাই তৈমুর-ইনায়ার বন্ধুত্ব যে জমে উঠবে সেটাই স্বাভাবিক।
তাই আজকাল মাঝে মধ্যেই বোন ইনায়ার সঙ্গে খেলায় ব্যস্ত থাকে ছোট্ট তৈমুর। সম্প্রতি, তৈমুর ও ইনায়ার একটি খেলার ছবিই সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সোহা। যা নিমেষে ভাইরাল। ছবি দেখা যাচ্ছে, একটি খেলনা গাড়িতে পাশে বোনকে নিয়ে চালকের আসনে বসে আছে ছোট্ট নবাব।
তৈমুরের পরনে রয়েছে ধূসর রঙের ক্যাজুয়াল টি-শার্ট। আর ইনায়াকে দেখা গেল নীল ফ্রকে। সম্প্রতি, একা সাক্ষাৎকারে সোহা আলি খান বলেন, তিনি তৈমুর ও ইনায়াকে একসঙ্গে কাছাকাছি ও পাশাপাশি বেড়ে উঠতে দেখতে চান। তিনি চান তৈমুর ও ইনায়ার মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠুক যেটা তার ভাই সাইফ ও তার মধ্যে রয়েছে।
উল্লেখ্য, বহুদিন প্রেমের সম্পর্কে থাকার পর, ২০১৪ সালে প্যারিসে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পাতৌদির মেয়ে সোহাকে প্রোপোজ করেন কুণাল খেমু। পেশায় দু’জনেই বলিউডের অভিনেতা, এরপর ২০১৫ সালের জানুয়ারিতে বিয়ে করেন তারা। তাদের প্রথম সন্তান হওয়ার খবরে নতুন অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সেলেব্রিটিরা।
এমটিনিউজ/এসএস