বিনোদন ডেস্ক : ফাগুনের উষ্ণ হাওয়া বইছে তখন, মাথার ওপর রোদের ঝাঁঝটাও বেশ কড়া। দূর থেকে ভেসে আসছে কোকিলের ডাক। এমনই এক দুপুরে এফডিসিতে যাওয়া। চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের আনাগোনা চোখে পড়ার মতো।
ঢাকাই চলচ্চিত্রের কিংখ্যাত শাকিব খান সাত নম্বর ফ্লোরের রূপসজ্জা কক্ষে মেকাপ নিচ্ছেন। মুখে রং-তুলির আঁচড় পড়বে—এমন সময় তিনিই শুরু করলেন কথা। কুশল বিনিময়ের পর শুটিং, বর্তমান ব্যস্ততা ও সিনেমার নানান বিষয় নিয়ে দীর্ঘ সময় চলে আলোচনা। গুঞ্জণ তো শাকিব খানের জীবনের নিত্যসঙ্গী, নতুন কোনো গুঞ্জন যখন শুনলে মেজাজ খারাপ হয় কী?
এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, একটা কথা বলি, নায়করাজ আজ বেঁচে নেই। তিনি বলেছিলেন আমাকে, শাকিব যত দিন এসব থাকবে তত দিন বুঝবে তুমি ঠিক লাইনে আছ। তাই আমিও বিষয়টিকে ওভাবেই দেখি। অতটা মাথা ঘামাই না। পৃথিবীর সকল তারকাদের জীবন ঘিরেই নানান টাইপের গুঞ্জন প্রচলিত। ব্যক্তিজীবনে সেসবের কোনো ঠাঁই নেই। সময়ের সাথে সাথে পরিণত হওয়ার কারণে ওসব নিয়ে এখন আর মেজাজ খারাপ হয় না।
এমটিনিউজ/এসবি