রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫৫:২০

শ্রীদেবীর মৃত্যুর খবরের দেড় ঘণ্টা আগেই অমিতাভের টুুইট!

শ্রীদেবীর মৃত্যুর খবরের দেড় ঘণ্টা আগেই অমিতাভের টুুইট!

বিনোদন ডেস্ক : শনিবার রাত এগারোটা নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্রীদেবী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। সোশ্যাল মিডিয়ায় বহু তারকা অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনও। কিন্তু প্রশ্ন উঠছে বিগ বি-র টুইট নিয়েই।

ওয়েব মহলের একাংশের মতে, শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার বেশ কিছুক্ষণ আগেই টুইট করেছেন অমিতাভ। কী ভাবে এই টুইট করলেন তিনি? কোনও ভাবে আগে থেকে কি তিনি শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়েছিলেন?

শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে শনিবার রাত দু’টোর কিছু পরে।
কিন্তু রাত একটা ১৫ মিনিটে অমিতাভ টুইট করেন, ‘জানি না কেন এত অস্বস্তি হচ্ছে।’যদিও এই টুইটে কোথাও শ্রীদেবীর নাম লেখেননি শাহেনশা। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি আগে থেকে কিছু আন্দাজ করেছিলেন? নাকি তাঁর কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর আগেই পৌঁছেছিল? প্রশ্নটা উঠছে বিভিন্ন মহলে। -আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে