রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৪১:৫৫

শ্রীদেবীই আমার রুপোলি পর্দায় পা রাখার অনুপ্রেরণা : জুহি চাওলা

শ্রীদেবীই আমার রুপোলি পর্দায় পা রাখার অনুপ্রেরণা : জুহি চাওলা

জুহি চাওলা : অভিনয় জগতের হাতেখড়ি শ্রীজির (শ্রীদেবী) হাত ধরেই। তার মৃত্যুতে অদ্ভুত এক নিঃসঙ্গতা অনুভব করছি। রুপোলি পর্দায় পা রাখার অনুপ্রেরণা তিনিই। হিন্দি সিনেমার আরও এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজ।

শ্রীদেবীর সঙ্গে প্রথম আলাপের কথা ঠিক মনে পড়ছে না। আমার প্রথম ছবি ‘সুলতানত’ (১৯৮৬)-এ মুখ্য চরিত্র ছিলেন তিনি। শ্রীজির ‘চাঁদনি’ (১৯৮৯) ছবির একটি দৃশ্যেও আভিনয় করেছে আমি। সেই সময়ে তিনি ছিলেন বলিউডের বড় মাপের তারকা আর আমি সবে মাত্র পা রেখেছিলাম বিনোদন জগতে।

‘লমহে’ (১৯৯১), ‘চালবাজ’ (১৯৮৯),  ‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭)  এবং ‘চাঁদনি’ (১৯৮৯) ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যখন যশজি (যশ জোহর) আমায় ‘ডর’ (১৯৯৩) ছবির প্রস্তাব দিয়েছিলেন, তখন খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। তার মতো করে অভিনয় করতে পারবো কি না— সেটা সত্যিই আমার কাছে এক বড় চ্যালেঞ্জ ছিল....

আনেকেরই এই ভুল ধারণা রয়েছে যে, শ্রীজির মেয়ের জাহ্নবীর নামেই আমি আমার মেয়ের নামকরণ করেছিলাম। কিন্তু এই কথা সঠিক নয়। আমাদের দু’জনের মেয়ের নাম এক হওয়াটা নিছক কাকতালীয় ব্যাপার। মহাশিবরাত্রির দিনেই জন্ম হয় আমার মেয়ে। রাশি আনুযায়ী ওর নাম ‘জ’ অক্ষর দিয়ে রাখতে হতো। তাই আমি আর আমার স্বামী ওর নাম জাহ্নবী রেখেছিলাম।

এই মুহূর্তে যা অনুভব করছি তা ভাষায় ব্যক্ত করা সত্যিই খুব কঠিন। শুধু এইটুকুই বলতে পারি যে, তার পরিবার-পরিজনের প্রতি আমার সমবেদনা রইল। শ্রীজি যেখানেই থাকুন ভাল থাকুন। তার আত্মার শান্তি কামনা করছি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে