সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:২৯:৫৩

এক নজরে দেখে নিন, সুপারস্টার শ্রীদেবীর বিতর্কিত জীবন...

এক নজরে দেখে নিন, সুপারস্টার শ্রীদেবীর বিতর্কিত জীবন...

বিনোদন  ডেস্ক : কেরিয়ারের মতই বর্ণময় জীবন ছিল শ্রীদেবীর। মিঠুনের সঙ্গে প্রেমই হোক বা বনির সঙ্গে বিয়ে- বিতর্ক ঘিরে ছিল বলিউডের মোহময়ী নায়িকাকে। এবার এক নজরে দেখে নিন, সুপারস্টার শ্রী দেবীর বিতর্কিত জীবন :-

 
মাত্র ৫৪ বছরে দুবাইয়ে প্রয়াত হলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। বলিউডের এই নায়িকার সঙ্গে এককালে সম্পর্ক ছিল মিঠুন চক্রবর্তীর। মিঠুনের সঙ্গে সম্পর্ক ব্যর্থ হওয়ার পর বনির প্রেমে পড়েন শ্রীদেবী। শ্রীদেবীর তামিল ছবি দেখার পরই নায়িকার প্রেমে পড়েছিলেন বনি কাপুর।
 
মিস্টার ইন্ডিয়া ছবির জন্য প্রথম   শ্রীদেবীকে নায়িকার প্রস্তাব দেন বনি।   ছবির প্রযোজক ছিলেন তিনি। মিস্টার ইন্ডিয়ার সময় অবিবাহিত ছিলেন বনি কাপুর । মিঠুনের সঙ্গে তখন শ্রীদেবীর জমাটি সম্পর্ক। তখন জল্পনা রটেছিল, মাড আইল্যান্ডে শ্রীদেবীকে একটি বাংলো কিনে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। যদিও এর সত্যতা জানা যায়নি। জল্পনা রটেছিল, গোপনে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন মিঠুন। 

নিজের স্ত্রীকে ছাড়তে রাজি ছিলেন না তিনি। শেষপর্যন্ত মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক শেষ হয়। এর মধ্যেই মোনার সঙ্গে দেখাশোনা করে বিবাহ হয় বনি কাপুরের। ১৩ বছর একসঙ্গে ছিলেন তাঁরা। অর্জুন ও অনশূলার মা-বাবাও হন। বনি ও মোনা কাপুরের সঙ্গে একই বাড়িতে থাকতেন শ্রীদেবী। শোনা যায়, তখন বনি কাপুরকে দাদা বলে ডাকতেন তিনি। এমনকি রাখিও বেঁধেছিলেন।

 শ্রীদেবীর মায়ের বিশাল অঙ্কের দেনা শোধ করেন বনি কাপুর। মন গলে শ্রীদেবীর। কাছাকাছি আসেন দুজন। স্ত্রীর অগোচরে একই বাড়িতে থাকায় বনি ও শ্রীদেবীর মধ্যে সম্পর্ক গড়ে  উঠেছিল। আচমকা সন্তানসম্ভবা হয়ে পড়েন শ্রীদেবী। তা মেনে নিতে পারেননি মোনা।

আচমকা সন্তানসম্ভবা হয়ে পড়েন শ্রীদেবী। তা মেনে নিতে পারেননি মোনা। বিবাহবিচ্ছেদ হয় বনি কাপুর ও  মোনার। ১৯৯৬ সালে লমহে ছবির পর   বিবাহবন্ধনে আবদ্ধ হন বনি কাপুর ও   শ্রীদেবী।  প্রায় দু'দশক একসঙ্গে সংসার করেছেন বনি-শ্রীদেবী।  -জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে