বিনোদন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ মুম্বই ফিরতে বিলম্ব হতে পারে। একদিন পেরিয়ে গেলেও, এখনও মেলেনি ময়নাতদন্ত রিপোর্ট। মেলেনি ডেথ সার্টিফিকেটও। এর জন্যই শ্রীদেবীর দেহ মুম্বইতে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে। শেষ খবর অনুযায়ী, মুম্বইয়ে শ্রীদেবীর দেহ আনতে বিকেল হয়ে যেতে পারে।
পাশাপাশি, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে শ্রীদেবীর স্বামী বনি কপূর ফিরে এসেছিলেন মুম্বইয়ে। দু’দিন পরে তিনি সংযুক্ত আরব আমীরশাহীতে ফিরে যান। এই দু’দিন শ্রীদেবী হোটেলের ঘর থেকে বেরোননি। সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট ঘিরে প্রয়াত নায়িকার শারীরিক সুস্থতা ঘিরে জল্পনা শুরু হয়েছে।
এদিকে, প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই মুম্বইতে তাঁর বাড়িতে জমা হচ্ছেন শোকাহত ভক্তরা। সাদা ফুলে ঢাকা ট্রাকে যাবে দেহ। শেষ বিদায়ে সবকিছু সাদা হোক, এটাই ইচ্ছে ছিল শ্রীদেবীর। তাঁর সেই ইচ্ছাই পূরণ করা হচ্ছে।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস