সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৫৩:৩৪

শ্রীদেবীর মৃতদেহ দুবাই থেকে ফেরানো নিয়ে জটিলতা!

শ্রীদেবীর মৃতদেহ দুবাই থেকে ফেরানো নিয়ে জটিলতা!

বিনোদন ডেস্ক: শ্রীদেবীর মৃতদেহ দুবাই থেকে ফেরানো নিয়ে জটিলতা! ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত ভারতে নিয়ে আসা গেল না শ্রীদেবীর মৃতদেহ। এদিকে, 'হাওয়া হাওয়াই'কে শেষ শ্রদ্ধা জানাতে অধীর অপেক্ষায় মুম্বই।

সোমবার সকাল থেকেই শ্রীদেবীর বাড়ির সামনে ভিড় করেছে অগণিত অনুরাগীরা। উপস্থিত হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। সূত্রের খবর, আইনি গেরোয় এখনও পর্যন্ত আরব আমির শাহী থেকে উড়তে পারেনি আম্বানিদের বিশেষ চার্টাড বিমান। ময়নাতদন্ত হয়ে গেলেও কখন মিলবে শ্রীদেবীর দেহ, অন্ধকারে কাপুর পরিবার।  

জানা গেল শ্রীদেবীর শেষ ইচ্ছা। অভিনেত্রীর শেষযাত্রা শুরুর আগে, তাঁর শেষ ইচ্ছেপূরণে এখন ব্যস্ত গোটা পরিবার। কোনও একসময় নিজের মনের এই ইচ্ছের কথা শ্রী জানিয়েছিলনে। ভারসোভায় শ্রীদেবীর বাংলো, গাড়ি সাজানো হয়েছে সাদায়। কারণ, শ্রী-র শেষ ইচ্ছাই ছিল তাঁর শেষযাত্রায় সবকিছু সাদা হবে। সাদা ছিল তাঁর খুব প্রিয় রং। তাই আজ শ্রীদেবীর গাড়ি সাজানো হয়েছে সাদা ফুলে। এছাড়া আছে গোলাপ, অর্কিড, লিলি। অভিনেত্রীর ঘরও সাজানো হয়েছে সাদায়।

শনিবার রাতে দুবাইয়ের হোটেলে মৃত্যু হয় শ্রীদেবীর। সেখানে তিনি গিয়েছিলেন বনির ভাইপো মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। শ্রী-র আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ স্বামী বনি কপূর এবং দুই কন্যা জাহ্নবী এবং খুশি। রবিবার শেষরাতে যশরাজ ফিল্মসের তরফে এক বিবৃতি প্রকাশ করে কপূর পরিবারের সকলের তরফে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানানো হয়েছে, তাঁরা যেভাবে এই কঠিন মুহূর্তে পুরো কপূর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

খালিজ টাইমস অনুযায়ী, শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এখন সেখানকার ফরেন্সিক দফতরের থেকে ল্যাব রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে