বিনোদন ডেস্ক : ম্যাসিভ হার্ট অ্যাটাকে শ্রীদেবীর মৃত্যু। শনিবার ভোররাতে এই খবর পাওয়ার পর থেকে শ্রীদেবীর পরিবার-সহকর্মী-অনুরাগী সকলেই স্তম্ভিত। গত সপ্তাহে আত্মীয়ের বিয়ে উপলক্ষে বড় মেয়ে জাহ্নবী বাদে দুবাইতেই ছিল পুরো কাপুর পরিবার। কিন্তু সোমবার সকালে নতুন করে জানা যায়, মৃত্যুর আগে জুমেইরাহ এমিরেটস টাওয়ারের হোটেল রুমে একাই ছিলেন শ্রী।
বাথটব থেকে যেভাবে উদ্ধার হয় শ্রীদেবী, জানালেন স্বামী বনি কাপুর :-
দুবাইয়ের সংবাদপত্র খলিজ টাইমসের খবর অনুযায়ী, একটি পেন্টিং প্রদর্শনীর জন্য দুবাইতে থেকে গিয়েছিলেন শ্রীদেবী। স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি ফিরে এসেছিলেন মুম্বাইতে। তবে শনিবার স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য ফের দুবাই উড়ে গিয়েছিলেন বনি।
হোটেলে গিয়ে শ্রীকে সারপ্রাইজ দেন বনি। দু’জনের মধ্যে প্রায় ১৫ মিনিট কথাও হয়। শ্রীকে নিয়ে ডিনারে যেতে চেয়েছিলেন বনি। স্বামীর প্রস্তাবে রাজি হয়ে ডিনারে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন শ্রীদেবী।
ওই খবর অনুযায়ী, বাথরুমে যাওয়ার ১৫ মিনিট পরেও শ্রীদেবী না বেরিয়ে এলে দরজায় ধাক্কা দেন বনি। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে বাথরুমে ঢোকেন তিনি। পানি ভরা বাথটবে পড়ে থাকতে দেখেন শ্রীদেবীকে। অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া দেননি শ্রী। এর পরই এক বন্ধুকে ফোন করেন বনি। খবর দেয়া হয় পুলিশকেও। অভিনেত্রীকে হাসপাতালে (রশিদ হসপিটাল) নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানান চিকিত্সকরা।
রবিবারই ফরেন্সিক পরীক্ষার জন্য শ্রীদেবীর দেহ পাঠানো হয়। রাতে তার দেহ থেকে রক্তের নমুনা পরীক্ষা হয়। সমস্ত রিপোর্ট পাওয়ার পরেই দেহ মুম্বাই ফিরিয়ে আনার যাওয়ার অনুমতি পাওয়া যাবে। ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পর প্রাইভেট জেটে মুম্বাই আনা হবে শ্রীদেবীর মরদেহ। সূত্রের খবর, অনিল আম্বানীর চার্টার্ড বিমানে নিয়ে আসা হবে নায়িকার দেহ। --আনন্দবাজার
এমটিনিউজ২৪/এম.জে/ এস